জাতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা সবচেয়ে বেশি। অথচ তাঁরাই কিনা ইদানীং বিশ্রাম আর ছুটি কাটানোয় মনস্থির করছেন। কিন্তু আইপিএলের সময় কেউ ছুটি নেন না। অভিজ্ঞ ক্রিকেটারদের এমন মনস্তাত্ত্বিক চাহিদায় ক্ষিপ্ত সুনীল গাভাস্কার।
সিনিয়ররা ক্রিকেট থেকে দূরে থাকায় এ বছরের সাত মাসে সাতজনকে অধিনায়ক করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বছরের কোনো দলের এত জন অধিনায়ক ইতিহাসে প্রথম।
গত মাসে আয়ারল্যান্ড সফরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো অভিজ্ঞরা খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও সিনিয়ররা খেলেছেন বেছে বেছে। এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার ছুটি চেয়ে বসে আছেন তাঁরা।
দেশের প্রতি সিনিয়রদের নিবেদনে ঘাটতি দেখে চটেছেন গাভাস্কার। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক বলেছেন, ‘জাতীয় দলে খেলার সময়ই সবার বিশ্রাম দরকার পড়ে কেন? আইপিএলের সময় তো ছুটি চাও না। বুঝলাম, টেস্টে পরিশ্রম বেশি। কিন্তু মাত্র ২০ ওভারের খেলায় কতটা পরিশ্রম হয়?’
গাভাস্কার মনে করেন, বিসিসিআইয়ের বিশ্রাম নীতিতে হস্তক্ষেপ করার সময় এসেছে, ‘ওরা (কোহলি-রোহিতরা) ছুটি চাইলেই মঞ্জুর করা হচ্ছে। এটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে। যে ক্রিকেটার প্রয়োজন ছাড়াই বিশ্রাম চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমার সাফ কথা হলো—তুমি যদি দেশের হয়ে খেলতে না চাও, তাহলে বেতন নিয়ো না।’
ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন কোহলি। প্রায় তিন বছর হলো সেঞ্চুরির দেখা পাননি তিনি। রোহিতও দীর্ঘ দিন ধরে সেরা ছন্দে নেই। এরই মধ্যে কোহলিকে দল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। তবে গাভাস্কার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন, ‘আমাদের নির্বাচক প্যানেল যথেষ্ট দূরদর্শী। তারা সবার পারফরম্যান্স মূল্যায়ন করে। কোহলিকে দলে রাখা-না রাখার বিষয়টি তারাই খতিয়ে দেখুক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে অনেক সময় পাচ্ছে। তাড়াহুড়োর কিছু নেই।’
জাতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা সবচেয়ে বেশি। অথচ তাঁরাই কিনা ইদানীং বিশ্রাম আর ছুটি কাটানোয় মনস্থির করছেন। কিন্তু আইপিএলের সময় কেউ ছুটি নেন না। অভিজ্ঞ ক্রিকেটারদের এমন মনস্তাত্ত্বিক চাহিদায় ক্ষিপ্ত সুনীল গাভাস্কার।
সিনিয়ররা ক্রিকেট থেকে দূরে থাকায় এ বছরের সাত মাসে সাতজনকে অধিনায়ক করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বছরের কোনো দলের এত জন অধিনায়ক ইতিহাসে প্রথম।
গত মাসে আয়ারল্যান্ড সফরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো অভিজ্ঞরা খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও সিনিয়ররা খেলেছেন বেছে বেছে। এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার ছুটি চেয়ে বসে আছেন তাঁরা।
দেশের প্রতি সিনিয়রদের নিবেদনে ঘাটতি দেখে চটেছেন গাভাস্কার। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক বলেছেন, ‘জাতীয় দলে খেলার সময়ই সবার বিশ্রাম দরকার পড়ে কেন? আইপিএলের সময় তো ছুটি চাও না। বুঝলাম, টেস্টে পরিশ্রম বেশি। কিন্তু মাত্র ২০ ওভারের খেলায় কতটা পরিশ্রম হয়?’
গাভাস্কার মনে করেন, বিসিসিআইয়ের বিশ্রাম নীতিতে হস্তক্ষেপ করার সময় এসেছে, ‘ওরা (কোহলি-রোহিতরা) ছুটি চাইলেই মঞ্জুর করা হচ্ছে। এটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে। যে ক্রিকেটার প্রয়োজন ছাড়াই বিশ্রাম চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমার সাফ কথা হলো—তুমি যদি দেশের হয়ে খেলতে না চাও, তাহলে বেতন নিয়ো না।’
ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন কোহলি। প্রায় তিন বছর হলো সেঞ্চুরির দেখা পাননি তিনি। রোহিতও দীর্ঘ দিন ধরে সেরা ছন্দে নেই। এরই মধ্যে কোহলিকে দল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। তবে গাভাস্কার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন, ‘আমাদের নির্বাচক প্যানেল যথেষ্ট দূরদর্শী। তারা সবার পারফরম্যান্স মূল্যায়ন করে। কোহলিকে দলে রাখা-না রাখার বিষয়টি তারাই খতিয়ে দেখুক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে অনেক সময় পাচ্ছে। তাড়াহুড়োর কিছু নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫