হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫