নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জন্মদিনে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারই যেন পেলেন নাজমুল হোসেন শান্ত। আজ (২৫ আগস্ট) ২৫তম জন্মদিন এই বাঁহাতি ব্যাটারের। এই দিনে আবার প্রথম সন্তানের বাবা হলেন তিনি। আজ সকালে শান্তর স্ত্রী সাবরিন সুলতানা রত্না পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বাবা হওয়ার সুখবর জানালেন শান্ত। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে আমি এক শিশু পুত্র পেয়ে সৌভাগ্যশালী হয়েছি, আলহামদুলিল্লাহ। মা ও শিশু দুজনেই ভালো আছেন। দয়া করে, আপনার প্রার্থনায় আমার পরিবারকে রাখুন!’
২০২০ সালে করোনার মধ্যে শান্ত ও রত্না বিবাহবন্ধনে আবদ্ধ হন। এশিয়া কাপ খেলতে আগামী পরশু শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যাহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন শান্তও। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
এশিয়া কাপে এবার নিজেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় শান্ত। পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন তাঁরা। লাহোরে পরের ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
জন্মদিনে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারই যেন পেলেন নাজমুল হোসেন শান্ত। আজ (২৫ আগস্ট) ২৫তম জন্মদিন এই বাঁহাতি ব্যাটারের। এই দিনে আবার প্রথম সন্তানের বাবা হলেন তিনি। আজ সকালে শান্তর স্ত্রী সাবরিন সুলতানা রত্না পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বাবা হওয়ার সুখবর জানালেন শান্ত। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে আমি এক শিশু পুত্র পেয়ে সৌভাগ্যশালী হয়েছি, আলহামদুলিল্লাহ। মা ও শিশু দুজনেই ভালো আছেন। দয়া করে, আপনার প্রার্থনায় আমার পরিবারকে রাখুন!’
২০২০ সালে করোনার মধ্যে শান্ত ও রত্না বিবাহবন্ধনে আবদ্ধ হন। এশিয়া কাপ খেলতে আগামী পরশু শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যাহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন শান্তও। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
এশিয়া কাপে এবার নিজেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় শান্ত। পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন তাঁরা। লাহোরে পরের ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫