নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেদের আন্ডারডগ বলে চাপ মুক্ত থাকার ইতিহাস খেলাধুলায় নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের আন্ডারডগ তকমা দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এ সিরিজের আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জিততে না পারা বাংলাদেশ এবার সিরিজই জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি পাশে রেখে এবার অপেক্ষা করছে টেস্টের চ্যালেঞ্জ।
ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পেলেও টেস্টে সেটা পাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কাগিসো রাবাদা-এইডেন মার্কারামের মতো দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএল খেলছেন। তবু টেস্ট সিরিজে নিজেদের ফেবারিট ভাবছেন না বাংলাদেশ কোচ ডমিঙ্গো। আন্ডারডগ হিসেবেই সিরিজটা শুরু করতে চান সাবেক এই প্রোটিয়া কোচ।
আজ ডারবানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে বাংলাদেশ কোচ বলছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দেব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’
ভালো খেললে ফলাফল যে পক্ষে আসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা দেখিয়েছে বাংলাদেশ। সেশন ধরে ধরে খেলে সাম্প্রতিক সময়ে টেস্টেও উন্নতির ছাপ দেখাচ্ছেন মুমিনুল হকরা। ধীরে হলেও ছেলেরা যে উন্নতি করছেন ডারবান টেস্ট শুরুর আগে সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা এখন ভালো খেলছে। টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে।’
ডমিঙ্গো আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নেব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’
নিজেদের আন্ডারডগ বলে চাপ মুক্ত থাকার ইতিহাস খেলাধুলায় নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের আন্ডারডগ তকমা দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এ সিরিজের আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জিততে না পারা বাংলাদেশ এবার সিরিজই জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি পাশে রেখে এবার অপেক্ষা করছে টেস্টের চ্যালেঞ্জ।
ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পেলেও টেস্টে সেটা পাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কাগিসো রাবাদা-এইডেন মার্কারামের মতো দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএল খেলছেন। তবু টেস্ট সিরিজে নিজেদের ফেবারিট ভাবছেন না বাংলাদেশ কোচ ডমিঙ্গো। আন্ডারডগ হিসেবেই সিরিজটা শুরু করতে চান সাবেক এই প্রোটিয়া কোচ।
আজ ডারবানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে বাংলাদেশ কোচ বলছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দেব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’
ভালো খেললে ফলাফল যে পক্ষে আসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা দেখিয়েছে বাংলাদেশ। সেশন ধরে ধরে খেলে সাম্প্রতিক সময়ে টেস্টেও উন্নতির ছাপ দেখাচ্ছেন মুমিনুল হকরা। ধীরে হলেও ছেলেরা যে উন্নতি করছেন ডারবান টেস্ট শুরুর আগে সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা এখন ভালো খেলছে। টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে।’
ডমিঙ্গো আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নেব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে