নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন আন্দ্রে রাসেল-তামিম ইকবালরা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি নিচ্ছিলেন বোলিং শুরুর। অন্যরা ব্যস্ত ফিল্ডিংয়ে। এমন সময়ই এম এ আজিজ স্টেডিয়ামে নামল হেলিকপ্টারটি। ধুলো ওড়াতে ওড়াতে হেলিকপ্টারটি নামতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের মধ্যে।
এ সময় সবাই অনুশীলন থামিয়ে অপেক্ষা করেন মাঠের এক প্রান্তে। ধুলো থেকে বাঁচতে কেউ কেউ হাত চেপে ধরেন নাকমুখে।
পরে অবশ্য জানা গেল, হেলিকপ্টারটি নামার অনুমতি আগেই নেওয়া ছিল। অবশ্য হরহামেশাই এই স্টেডিয়ামে হেলিকপ্টার নামে। কখনো ভিআইপি, কখনো রোগী আনা-নেওয়ার ঘটনা ঘটে হেলিকপ্টারে। এবার হেলিকপ্টারটি নামল জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহত গুরুতর এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হয় মাঠের ভেতর। পরে হেলিকপ্টারটি সেই রোগীকে নিয়ে উড়াল দেয় গন্তব্যে। এরপর আবার অনুশীলন শুরু করেন তামিম-রাসেলরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, মানবিক কারণে হেলিকপ্টারটিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
শামীম বলেন, হেলিকপ্টার নামার বিষয়টি আগেই ক্রিকেট বোর্ড ও ঢাকা দলকে জানানো হয়। তবে স্টেডিয়ামের পূর্বাংশে সেটি অবতরণের কথা থাকলেও পাইলট ভুল করে পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করেন। সে জন্যই কিছুটা আতঙ্ক তৈরি হয়।
নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন আন্দ্রে রাসেল-তামিম ইকবালরা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি নিচ্ছিলেন বোলিং শুরুর। অন্যরা ব্যস্ত ফিল্ডিংয়ে। এমন সময়ই এম এ আজিজ স্টেডিয়ামে নামল হেলিকপ্টারটি। ধুলো ওড়াতে ওড়াতে হেলিকপ্টারটি নামতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের মধ্যে।
এ সময় সবাই অনুশীলন থামিয়ে অপেক্ষা করেন মাঠের এক প্রান্তে। ধুলো থেকে বাঁচতে কেউ কেউ হাত চেপে ধরেন নাকমুখে।
পরে অবশ্য জানা গেল, হেলিকপ্টারটি নামার অনুমতি আগেই নেওয়া ছিল। অবশ্য হরহামেশাই এই স্টেডিয়ামে হেলিকপ্টার নামে। কখনো ভিআইপি, কখনো রোগী আনা-নেওয়ার ঘটনা ঘটে হেলিকপ্টারে। এবার হেলিকপ্টারটি নামল জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহত গুরুতর এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হয় মাঠের ভেতর। পরে হেলিকপ্টারটি সেই রোগীকে নিয়ে উড়াল দেয় গন্তব্যে। এরপর আবার অনুশীলন শুরু করেন তামিম-রাসেলরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, মানবিক কারণে হেলিকপ্টারটিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
শামীম বলেন, হেলিকপ্টার নামার বিষয়টি আগেই ক্রিকেট বোর্ড ও ঢাকা দলকে জানানো হয়। তবে স্টেডিয়ামের পূর্বাংশে সেটি অবতরণের কথা থাকলেও পাইলট ভুল করে পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করেন। সে জন্যই কিছুটা আতঙ্ক তৈরি হয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫