বিতর্ক আর সাকিব আল হাসান—এ যেন এক শব্দের দুই সমার্থক অর্থ। গতকাল দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কে জড়ান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইম আউট’ করা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
সেই বিতর্কের মাঝে আবারও সংবাদের শিরোনাম সাকিব। তবে এবার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নয়। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি। বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব, তার আগে বল হাতে নেন ২ উইকেট। হন ম্যাচসেরাও।
ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করা হয়। সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আইসিসিকে বলেন, ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান। ব্যথানাশক ঔষুধ ও হাতে সাপোর্টিং টেপ পেঁচিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে তাঁর জরুরী এক্স-রে করা হয় ম্যাচ শেষে। সেখানে জানানো হয়, তাঁর আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সে আজ পুনর্বাসনের জন্য বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।’
বাংলাদেশ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১১ নভেম্বর। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না সাকিবের। তাঁর অবর্তমানে মাঠে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাউন্ড রবিনের ৭ নম্বরে। এই স্থানে থাকতে পারলে নিশ্চিত হবে সাকিবদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও।
বিতর্ক আর সাকিব আল হাসান—এ যেন এক শব্দের দুই সমার্থক অর্থ। গতকাল দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কে জড়ান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইম আউট’ করা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
সেই বিতর্কের মাঝে আবারও সংবাদের শিরোনাম সাকিব। তবে এবার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নয়। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি। বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব, তার আগে বল হাতে নেন ২ উইকেট। হন ম্যাচসেরাও।
ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করা হয়। সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আইসিসিকে বলেন, ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান। ব্যথানাশক ঔষুধ ও হাতে সাপোর্টিং টেপ পেঁচিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে তাঁর জরুরী এক্স-রে করা হয় ম্যাচ শেষে। সেখানে জানানো হয়, তাঁর আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সে আজ পুনর্বাসনের জন্য বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।’
বাংলাদেশ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১১ নভেম্বর। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না সাকিবের। তাঁর অবর্তমানে মাঠে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাউন্ড রবিনের ৭ নম্বরে। এই স্থানে থাকতে পারলে নিশ্চিত হবে সাকিবদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫