ক্রীড়া ডেস্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচেই দলকে জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ব্যর্থতায় প্রশ্ন উঠে গেছে—চেন্নাই সুপার কিংসে ‘ফিনিশার’-এর রূপটি কি হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক?
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেও ধোনি জেতাতে পারেননি চেন্নাইকে। এদিন তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। আর সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং অর্ডারের সাতে নেমে ১১ বলে ১৬ রান করে আউট হয়ে যান। দুই ম্যাচে হারে ধোনিদের চেন্নাই।
পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩ আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের হারা ম্যাচে ধোনির রান বেশি। কিন্তু জয়ের ম্যাচে রানে সেভাবে অবদান রাখতে ব্যর্থ। জয়ের ম্যাচে ৩ ইনিংসে ৯ বলে করেছেন ৩ রান। আর হারা ম্যাচের ৬ ইনিংসে ধোনি ৮৪ বলে করেন ১৬৬ রান। এই পরিসংখ্যানের সঙ্গে এবারের আইপিএলে শেষ দুই ম্যাচে তাঁর ব্যর্থতায় কেউ কেউ বলতে শুরু করেছেন—আগের সেই ম্যাচ বিজয়ীর রূপটি হারিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কেনই-বা তাঁকে ব্যাটিং অর্ডারের নয়ে নামানো হচ্ছে।
এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের পর চেন্নাইয়ের কিউই এই কোচ বলেন, ‘ধোনির শরীর ঠিক আছে, কিন্তু তাঁর হাঁটু আর আগের মতো নেই। তিনি মোটামুটি নড়াচড়া করতে পারেন, তবে দীর্ঘসময় ধরে পূর্ণ গতিতে দৌড়ানোর একটা চাপ থাকে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, কতটুকু দিতে পারবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে, তাঁকে ২০ ওভার উইকেটের পেছনেও থাকতে হয়।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচেই দলকে জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ব্যর্থতায় প্রশ্ন উঠে গেছে—চেন্নাই সুপার কিংসে ‘ফিনিশার’-এর রূপটি কি হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক?
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেও ধোনি জেতাতে পারেননি চেন্নাইকে। এদিন তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। আর সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং অর্ডারের সাতে নেমে ১১ বলে ১৬ রান করে আউট হয়ে যান। দুই ম্যাচে হারে ধোনিদের চেন্নাই।
পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩ আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের হারা ম্যাচে ধোনির রান বেশি। কিন্তু জয়ের ম্যাচে রানে সেভাবে অবদান রাখতে ব্যর্থ। জয়ের ম্যাচে ৩ ইনিংসে ৯ বলে করেছেন ৩ রান। আর হারা ম্যাচের ৬ ইনিংসে ধোনি ৮৪ বলে করেন ১৬৬ রান। এই পরিসংখ্যানের সঙ্গে এবারের আইপিএলে শেষ দুই ম্যাচে তাঁর ব্যর্থতায় কেউ কেউ বলতে শুরু করেছেন—আগের সেই ম্যাচ বিজয়ীর রূপটি হারিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কেনই-বা তাঁকে ব্যাটিং অর্ডারের নয়ে নামানো হচ্ছে।
এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের পর চেন্নাইয়ের কিউই এই কোচ বলেন, ‘ধোনির শরীর ঠিক আছে, কিন্তু তাঁর হাঁটু আর আগের মতো নেই। তিনি মোটামুটি নড়াচড়া করতে পারেন, তবে দীর্ঘসময় ধরে পূর্ণ গতিতে দৌড়ানোর একটা চাপ থাকে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, কতটুকু দিতে পারবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে, তাঁকে ২০ ওভার উইকেটের পেছনেও থাকতে হয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫