আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ।
আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার।
এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?
আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ।
আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার।
এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫