২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তবে বিশ্বকাপ শেষেই যে রাহুল দ্রাবিড়ের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হবে, সেই ভাবনা তো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) রয়েছে। সে কারণে আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে রেখেছিল বিসিসিআই। ভারতের কোচ হতে এবার সাক্ষাৎকার দিয়েছেন গৌতম গম্ভীর।
মুম্বাইয় বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) গতকাল মুম্বাইতে ভারতের পরবর্তী কোচ বেছে নিতে সাক্ষাৎকার নিয়েছে। অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। যাঁর ভারতের কোচ হওয়ার আগ্রহ অনেক আগে থেকেই। সুলক্ষণা নাইক, অশোক মালহোত্রা, জতিন পারাঞ্জাপে—সিএসির এই তিন সদস্যের কমিটি নিয়েছে সাক্ষাৎকার। কোচ হতে বিসিসিআইয়ের কাছে কত জন আবেদন করেছেন, তা এখনো জানা যায়নি। তবে গম্ভীর একাই শুধু সাক্ষাৎকার দেননি। ডব্লিউ ভি রামানেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রামান ২০১৮-এর ডিসেম্বর থেকে ২০২১-এর মে পর্যন্ত ভারতীয় নারী দলের কোচ ছিলেন।
ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে সম্মানজনক আর কিছু নেই—কদিন আগে আবুধাবিতে এমন কথা বলেছিলেন গম্ভীর। ভারতের সাবেক ক্রিকেটার তখন বলেছিলেন, ‘ভারতীয় দলকে কোচিং করাতে চাই। জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। আপনি বিশ্বজুড়ে ১৪০ কোটিরও বেশি ভারতীয়র প্রতিনিধিত্ব করেছেন। যখন আপনি ভারতের প্রতিনিধি, এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে। শুধু আমি একাই ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারব না। ১৪০ কোটি ভারতীয় মিলে বিশ্বকাপ জেতাবে। যদি সবাই আমাদের জন্য প্রার্থনা করে এবং আমরা খেলি, ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের ভবিষ্যৎ প্রধান কোচের জন্য সাক্ষাৎকার চলবে আজও। একই সঙ্গে সিএসি সিনিয়র নির্বাচক বেছে নিতেও সাক্ষাৎকার নেবে। বিসিসিআই এটারও বিজ্ঞাপন দিয়ে রেখেছিল কদিন আগে। বিসিসিআইয়ের নর্থ জোন থেকে একজন নির্বাচক দরকার এবং তিনি আসবেন সলিল আঙ্কোলার পরিবর্তে। অজিত আগারের পর ওয়েস্ট জোন থেকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী ছিলেন আঙ্কোলা।
২০১২, ২০১৪-এর পর এবার তৃতীয় আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর কলকাতার আইপিএল জয়ী দলে পরামর্শকের দায়িত্ব পালন করেন। পরামর্শক হলেও আদতে কোচের দায়িত্বই পালন করেছেন তিনি। এর আগে ২০২২, ২০২৩ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শকের দায়িত্বে ছিলেন গম্ভীর। টানা দুই
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তবে বিশ্বকাপ শেষেই যে রাহুল দ্রাবিড়ের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হবে, সেই ভাবনা তো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) রয়েছে। সে কারণে আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে রেখেছিল বিসিসিআই। ভারতের কোচ হতে এবার সাক্ষাৎকার দিয়েছেন গৌতম গম্ভীর।
মুম্বাইয় বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) গতকাল মুম্বাইতে ভারতের পরবর্তী কোচ বেছে নিতে সাক্ষাৎকার নিয়েছে। অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। যাঁর ভারতের কোচ হওয়ার আগ্রহ অনেক আগে থেকেই। সুলক্ষণা নাইক, অশোক মালহোত্রা, জতিন পারাঞ্জাপে—সিএসির এই তিন সদস্যের কমিটি নিয়েছে সাক্ষাৎকার। কোচ হতে বিসিসিআইয়ের কাছে কত জন আবেদন করেছেন, তা এখনো জানা যায়নি। তবে গম্ভীর একাই শুধু সাক্ষাৎকার দেননি। ডব্লিউ ভি রামানেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রামান ২০১৮-এর ডিসেম্বর থেকে ২০২১-এর মে পর্যন্ত ভারতীয় নারী দলের কোচ ছিলেন।
ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে সম্মানজনক আর কিছু নেই—কদিন আগে আবুধাবিতে এমন কথা বলেছিলেন গম্ভীর। ভারতের সাবেক ক্রিকেটার তখন বলেছিলেন, ‘ভারতীয় দলকে কোচিং করাতে চাই। জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। আপনি বিশ্বজুড়ে ১৪০ কোটিরও বেশি ভারতীয়র প্রতিনিধিত্ব করেছেন। যখন আপনি ভারতের প্রতিনিধি, এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে। শুধু আমি একাই ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারব না। ১৪০ কোটি ভারতীয় মিলে বিশ্বকাপ জেতাবে। যদি সবাই আমাদের জন্য প্রার্থনা করে এবং আমরা খেলি, ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের ভবিষ্যৎ প্রধান কোচের জন্য সাক্ষাৎকার চলবে আজও। একই সঙ্গে সিএসি সিনিয়র নির্বাচক বেছে নিতেও সাক্ষাৎকার নেবে। বিসিসিআই এটারও বিজ্ঞাপন দিয়ে রেখেছিল কদিন আগে। বিসিসিআইয়ের নর্থ জোন থেকে একজন নির্বাচক দরকার এবং তিনি আসবেন সলিল আঙ্কোলার পরিবর্তে। অজিত আগারের পর ওয়েস্ট জোন থেকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী ছিলেন আঙ্কোলা।
২০১২, ২০১৪-এর পর এবার তৃতীয় আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর কলকাতার আইপিএল জয়ী দলে পরামর্শকের দায়িত্ব পালন করেন। পরামর্শক হলেও আদতে কোচের দায়িত্বই পালন করেছেন তিনি। এর আগে ২০২২, ২০২৩ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শকের দায়িত্বে ছিলেন গম্ভীর। টানা দুই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে