ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে