১৯ নভেম্বর, ২০২৩—গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নেওয়ার পর উচ্ছ্বাস শুরু অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া উচ্ছ্বাস করলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। বিরাট কোহলি-রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত সবার চোখ ছিল অশ্রুসিক্ত। এ কান্না যে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এসে হোঁচট খাওয়ার।
ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ই দ্রাবিড়ের কোচ হিসেবে চুক্তির দুই বছর পূর্ণ হয়। ‘আহমেদাবাদ ট্রাজেডির’ পর এতটাই ভেঙে পড়েছিলেন যে চুক্তি নবায়ন করতে চাননি। সেই ঘটনার দুঃখ ভারত ভুলতে পেরেছে সাত মাস পর বার্বাডোজের কেনসিংটন ওভালে। রোহিত-দ্রাবিড় জুটির ভারত ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ জুন। এশিয়ার দলটির ফুড়িয়েছে ১১ বছরের আইসিসি শিরোপা জয়ের অপেক্ষা। ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হলো স্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়ে।
দীর্ঘ অপেক্ষা ফুরোনোর রেশ যে এখনো কাটেনি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সকালে এক পোস্ট করেছে। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিতসহ ভারতের কোচিং স্টাফের সামনে দ্রাবিড়কে কথা বলতে দেখা গেছে ভিডিওতে। দ্রাবিড়ের মুখে নিজের নাম শুনে হাসলেন রোহিতও। সদ্য দায়িত্ব ছাড়া ভারতের কোচ বলেন, ‘রোহিতকে অসংখ্য ধন্যবাদ যে নভেম্বরে ফোন দিয়েছিল এবং আমাকে চাকরিটা চালিয়ে যেত বলল। এটা আমার জন্য অনেক বড় কিছু। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের।’
রোহিতকে নিয়েই দ্রাবিড়কে বেশি কথা বলতে শোনা গেছে। একই সঙ্গে ভারতের সকল ক্রিকেটারকেও প্রশংসা ভাসিয়েছেন দ্রাবিড়, ‘অধিনায়ক ও কোচ হিসেবে আমি জানি যে অনেকবারই আমাদের মধ্যে কথা হয়েছে। অনেক ব্যাপারে একমত হয়েছি। আবার দ্বিমত পোষণও করেছি। তোমাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগছে।’
১৯ নভেম্বর, ২০২৩—গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নেওয়ার পর উচ্ছ্বাস শুরু অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া উচ্ছ্বাস করলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। বিরাট কোহলি-রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত সবার চোখ ছিল অশ্রুসিক্ত। এ কান্না যে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এসে হোঁচট খাওয়ার।
ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ই দ্রাবিড়ের কোচ হিসেবে চুক্তির দুই বছর পূর্ণ হয়। ‘আহমেদাবাদ ট্রাজেডির’ পর এতটাই ভেঙে পড়েছিলেন যে চুক্তি নবায়ন করতে চাননি। সেই ঘটনার দুঃখ ভারত ভুলতে পেরেছে সাত মাস পর বার্বাডোজের কেনসিংটন ওভালে। রোহিত-দ্রাবিড় জুটির ভারত ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ জুন। এশিয়ার দলটির ফুড়িয়েছে ১১ বছরের আইসিসি শিরোপা জয়ের অপেক্ষা। ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হলো স্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়ে।
দীর্ঘ অপেক্ষা ফুরোনোর রেশ যে এখনো কাটেনি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সকালে এক পোস্ট করেছে। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিতসহ ভারতের কোচিং স্টাফের সামনে দ্রাবিড়কে কথা বলতে দেখা গেছে ভিডিওতে। দ্রাবিড়ের মুখে নিজের নাম শুনে হাসলেন রোহিতও। সদ্য দায়িত্ব ছাড়া ভারতের কোচ বলেন, ‘রোহিতকে অসংখ্য ধন্যবাদ যে নভেম্বরে ফোন দিয়েছিল এবং আমাকে চাকরিটা চালিয়ে যেত বলল। এটা আমার জন্য অনেক বড় কিছু। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের।’
রোহিতকে নিয়েই দ্রাবিড়কে বেশি কথা বলতে শোনা গেছে। একই সঙ্গে ভারতের সকল ক্রিকেটারকেও প্রশংসা ভাসিয়েছেন দ্রাবিড়, ‘অধিনায়ক ও কোচ হিসেবে আমি জানি যে অনেকবারই আমাদের মধ্যে কথা হয়েছে। অনেক ব্যাপারে একমত হয়েছি। আবার দ্বিমত পোষণও করেছি। তোমাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে