ক্রীড়া ডেস্ক
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
চার দিনে শেষ হওয়া ম্যাচে শুরুতে উসমান খাজার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে দুবার ব্যাটিং করেও লঙ্কানরা হারে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। দিনেশ চান্দিমাল ছাড়া আর কোনো ব্যাটারই প্রথম ইনিংসে ৫০ বলের বেশি খেলতে পারেননি। তাই বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়াসুরিয়ার জন্য।
তিনি বলেন, ‘শট নির্বাচনের পাশাপাশি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। আমার মনে হয় না, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছে। তারা অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের আরও পরিণত হতে হবে। এই খেলোয়াড়েরা অনেক ক্রিকেট খেলেছে এবং তাদের জানা উচিত কীভাবে খেলতে হয়।’
ব্যাটারদের এমন করুণ পরিস্থিতির পেছনে উইকেটের কোনো দায় দেখছেন না জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা উইকেটকে দুষতে পারব না। কারণ উইকেটের আচরণ কেমন, আমরা সবাই দেখেছি। উইকেট খুবই ভালো ছিল। গলে অনেক দিন ধরে এত ভালো উইকেট দেখিনি, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে।’
৬ ফেব্রুয়ারি থেকে একই ভেন্যু গলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
চার দিনে শেষ হওয়া ম্যাচে শুরুতে উসমান খাজার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে দুবার ব্যাটিং করেও লঙ্কানরা হারে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। দিনেশ চান্দিমাল ছাড়া আর কোনো ব্যাটারই প্রথম ইনিংসে ৫০ বলের বেশি খেলতে পারেননি। তাই বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়াসুরিয়ার জন্য।
তিনি বলেন, ‘শট নির্বাচনের পাশাপাশি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। আমার মনে হয় না, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছে। তারা অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের আরও পরিণত হতে হবে। এই খেলোয়াড়েরা অনেক ক্রিকেট খেলেছে এবং তাদের জানা উচিত কীভাবে খেলতে হয়।’
ব্যাটারদের এমন করুণ পরিস্থিতির পেছনে উইকেটের কোনো দায় দেখছেন না জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা উইকেটকে দুষতে পারব না। কারণ উইকেটের আচরণ কেমন, আমরা সবাই দেখেছি। উইকেট খুবই ভালো ছিল। গলে অনেক দিন ধরে এত ভালো উইকেট দেখিনি, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে।’
৬ ফেব্রুয়ারি থেকে একই ভেন্যু গলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫