হারিস রউফের সময়টা খারাপই যাচ্ছে বলতে হবে। কদিন আগে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁর নাম কাটা যায়। এবার লাহোর কালান্দার্সের জার্সিতে তাঁর শেষ হয়ে গেল পিএসএলও।
রউফের পিএসএল শেষ হয়েছে মূলত কাঁধের চোটে পড়েই। এই চোটে তিনি গতকাল পড়েছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শেষ ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন করাচি কিংসের হাসান আলী। লং অফে দুর্দান্ত ক্যাচ ধরেন রউফ। পড়ে জানা যায়, তাঁর কাঁধের হাড় নড়ে গেছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে পিএসএল শেষ হবে ১৮ মার্চ। যা এখন থেকে শুরু করে ২২ দিন পর। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে বলেছে, ‘মেডিকেল প্যানেল আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছে যে তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। এ কারণে বাধ্য হয়েই তার পিএসএল মৌসুম শেষ করতে হচ্ছে।’
১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হারিসকে নিয়ে কোনোর কম ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানা। সামিন পিসিবিকে বলেন, ‘হারিস দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তার অভাব বোধ হবে। এটা জটিল কোনো সমস্যা না। তবে তাকে পাকিস্তান দলের জন্য মূল্যবান সম্পদ বিবেচনা করা হচ্ছে। সে কারণে তার জাতীয় দলে খেলার ব্যাপারে কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না।’ এবারের পিএসএলে চার ম্যাচে ৯.৪২ ইকোনমিতে ২ উইকেট নেন হারিস।
পিসিবি রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছিল ১৫ ফেব্রুয়ারি। কয়েক দিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দিতে অসম্মতি জানিয়েছিলেন তিনি। দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রউফকে ব্যক্তিগত শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির মাধ্যমে জানা যায় যে হারিসের উত্তর ছিল অসন্তোষজনক। ২০২৩-এর ১ ডিসেম্বর থেকে হিসেব করে কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত তার বিদেশি লিগে খেলতে যাওয়ার অনাপত্তিপত্রও দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলেন রউফ। ১০৪ ম্যাচের ক্যারিয়ারে নেন ১৬০ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেন ৯০ উইকেট।
হারিস রউফের সময়টা খারাপই যাচ্ছে বলতে হবে। কদিন আগে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁর নাম কাটা যায়। এবার লাহোর কালান্দার্সের জার্সিতে তাঁর শেষ হয়ে গেল পিএসএলও।
রউফের পিএসএল শেষ হয়েছে মূলত কাঁধের চোটে পড়েই। এই চোটে তিনি গতকাল পড়েছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শেষ ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন করাচি কিংসের হাসান আলী। লং অফে দুর্দান্ত ক্যাচ ধরেন রউফ। পড়ে জানা যায়, তাঁর কাঁধের হাড় নড়ে গেছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে পিএসএল শেষ হবে ১৮ মার্চ। যা এখন থেকে শুরু করে ২২ দিন পর। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে বলেছে, ‘মেডিকেল প্যানেল আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছে যে তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। এ কারণে বাধ্য হয়েই তার পিএসএল মৌসুম শেষ করতে হচ্ছে।’
১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হারিসকে নিয়ে কোনোর কম ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানা। সামিন পিসিবিকে বলেন, ‘হারিস দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তার অভাব বোধ হবে। এটা জটিল কোনো সমস্যা না। তবে তাকে পাকিস্তান দলের জন্য মূল্যবান সম্পদ বিবেচনা করা হচ্ছে। সে কারণে তার জাতীয় দলে খেলার ব্যাপারে কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না।’ এবারের পিএসএলে চার ম্যাচে ৯.৪২ ইকোনমিতে ২ উইকেট নেন হারিস।
পিসিবি রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছিল ১৫ ফেব্রুয়ারি। কয়েক দিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দিতে অসম্মতি জানিয়েছিলেন তিনি। দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রউফকে ব্যক্তিগত শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির মাধ্যমে জানা যায় যে হারিসের উত্তর ছিল অসন্তোষজনক। ২০২৩-এর ১ ডিসেম্বর থেকে হিসেব করে কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত তার বিদেশি লিগে খেলতে যাওয়ার অনাপত্তিপত্রও দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলেন রউফ। ১০৪ ম্যাচের ক্যারিয়ারে নেন ১৬০ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেন ৯০ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে