ক্রীড়া ডেস্ক
ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। চলতি মৌসুমেও চলছে ইমনের দাপুটে ব্যাটিং। আবাহনীর হয়ে ৯ ম্যাচে এরই মধ্যে করেছেন ৪৭৪ রান। স্ট্রাইকরেটও ১০০ ছুঁই ছুঁই। দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন তিন ফিফটি।
সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন ইমন। গত পরশু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮৮ রানে শাইনপুকুরকে গুঁড়িয়ে দেয় আবাহনী। ৮৯ রানের লক্ষ্য ৪০ বলের মধ্যে জিতে যায় তারা। দলকে দ্রুত জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন তিনি পারভেজ। ২৩ বলে ৬ ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেছেন তিনি। ১৫ বলে করেছিলেন ডিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি।
গত পরশু শাইনপুকুর-আবাহনীর ম্যাচ হয়েছিল সাভারের বিকেএসপিতে। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন ইমন। সংবাদমাধ্যমকে জানালেন এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের গল্প, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল দ্রুত শেষ করা যায়।’
ধীর গতিতে কিংবা আগ্রাসী নয়, ইমন বললেন পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি, ‘দ্রুত গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’
ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ম্যাচে ইমনরা দেখেন ভিন্ন বাস্তবতা। সে প্রসঙ্গে ইমন বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে আধিপত্য করা যায়।’
ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। চলতি মৌসুমেও চলছে ইমনের দাপুটে ব্যাটিং। আবাহনীর হয়ে ৯ ম্যাচে এরই মধ্যে করেছেন ৪৭৪ রান। স্ট্রাইকরেটও ১০০ ছুঁই ছুঁই। দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন তিন ফিফটি।
সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন ইমন। গত পরশু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮৮ রানে শাইনপুকুরকে গুঁড়িয়ে দেয় আবাহনী। ৮৯ রানের লক্ষ্য ৪০ বলের মধ্যে জিতে যায় তারা। দলকে দ্রুত জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন তিনি পারভেজ। ২৩ বলে ৬ ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেছেন তিনি। ১৫ বলে করেছিলেন ডিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি।
গত পরশু শাইনপুকুর-আবাহনীর ম্যাচ হয়েছিল সাভারের বিকেএসপিতে। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন ইমন। সংবাদমাধ্যমকে জানালেন এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের গল্প, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল দ্রুত শেষ করা যায়।’
ধীর গতিতে কিংবা আগ্রাসী নয়, ইমন বললেন পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি, ‘দ্রুত গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’
ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ম্যাচে ইমনরা দেখেন ভিন্ন বাস্তবতা। সে প্রসঙ্গে ইমন বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে আধিপত্য করা যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে