ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা। নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। শ্রীলঙ্কা সফরে তাঁকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।
ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। গলে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।
নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তাঁর গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।
নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’
দারুণ ছন্দে থাকা অবস্থায় শত্রু চোটের শিকার হন ইবাদত হোসেন। অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসনপ্রক্রিয়ার পর আবারও মাঠে ফেরা। তবে ২০২৩ সালের ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা। নিজেকে প্রস্তুত করে প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। শ্রীলঙ্কা সফরে তাঁকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোচ ফিল সিমন্সও।
ফিল সিমন্স কোচ হওয়ার পর ইবাদত জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। ক্যারিবিয়ান কোচের আশা, খেলার সুযোগ পেলে দারুণ কিছুই করবেন ইবাদত। গলে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ ২০ টেস্টে ৪২ উইকেট ইবাদতের নামের পাশে।
নাহিদ রানা যোগ দেওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন আরও বেশি শক্তিশালী। তাঁর গতির ঝড়ে ব্যাটারদের বেশ হিমশিম খেতে হয়। জাতীয় দলের পেস বোলিং কোচ এখন শন টেইট। সিমন্সের চাওয়া, নাহিদ যেন আরও উন্নতি করেন। শাণিত হন টেইটের সান্নিধ্যে।
নাহিদের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫