ক্রীড়া ডেস্ক
বুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্রুত।
অভিষিক্ত আতাল অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। ট্রেভর গোয়ান্ডুর বলে ৬ বলে ৩ রানে ড্রেসিংরুমে ফেরেন আতাল। ব্লেসিংস মুজারাবানির বলে ২৩ রানে আউট হয়েছেন মালিক।
তার আগে রেকর্ড গড়ে রান উৎসব থামে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।
আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।
আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।
বুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্রুত।
অভিষিক্ত আতাল অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। ট্রেভর গোয়ান্ডুর বলে ৬ বলে ৩ রানে ড্রেসিংরুমে ফেরেন আতাল। ব্লেসিংস মুজারাবানির বলে ২৩ রানে আউট হয়েছেন মালিক।
তার আগে রেকর্ড গড়ে রান উৎসব থামে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।
আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।
আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে