ক্রীড়া ডেস্ক
অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫