নিজের বোলিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন অনেক আগেই জিতে নিয়েছেন। হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। এবার নিজ প্রদেশ খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগেরও আস্থা অর্জন করেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের তারকা পেসারকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সাম্মানিক পদ সহকারী পুলিশ সুপার (ডিএসপি)।
পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে কাজ করবেন আফ্রিদি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে তাঁর মূল লক্ষ্য। তবে এ কাজের জন্য কোনো বেতন নেবেন না ২২ বছর বয়সী পেসার।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই শাহিনকে শুভেচ্ছাদূত ও সহকারী পুলিশ সুপার ঘোষণা করা হয়। উর্দি পরিহিত শাহিনকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি।
দায়িত্ব নেওয়ার পর খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাহিন। অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘পুলিশের শুভেচ্ছা দূত হতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমার বাবাও পুলিশ ছিলেন। এক বিভাগ এখনো এই বিভাগে দায়িত্বরত।’
শাহীন পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন ২০৪টি।
নিজের বোলিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন অনেক আগেই জিতে নিয়েছেন। হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। এবার নিজ প্রদেশ খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগেরও আস্থা অর্জন করেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের তারকা পেসারকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সাম্মানিক পদ সহকারী পুলিশ সুপার (ডিএসপি)।
পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে কাজ করবেন আফ্রিদি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে তাঁর মূল লক্ষ্য। তবে এ কাজের জন্য কোনো বেতন নেবেন না ২২ বছর বয়সী পেসার।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই শাহিনকে শুভেচ্ছাদূত ও সহকারী পুলিশ সুপার ঘোষণা করা হয়। উর্দি পরিহিত শাহিনকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি।
দায়িত্ব নেওয়ার পর খাইবার পাখতুনখাওয়া পুলিশ বিভাগের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাহিন। অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘পুলিশের শুভেচ্ছা দূত হতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমার বাবাও পুলিশ ছিলেন। এক বিভাগ এখনো এই বিভাগে দায়িত্বরত।’
শাহীন পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন ২০৪টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫