নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫