ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিন নিজের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অবশ্য ম্যাচে ফিরেছে পাকিস্তান। আজ সফরকারীদের ম্যাচ ফিরিয়েছেন অভিষিক্ত আমের জামাল।
অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেটের ৪টি নিয়ে একটা কীর্তিও গড়েছেন জামাল। ৫৬ বছর পর কোনো সফরকারী দলের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট পেয়েছে। সর্বশেষ ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী। প্রথম এই কীর্তি গড়েন জামালেরই পূর্বসূরি আরিফ বাট। ১৯৬৪ সালে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।
জামালের ১১১ রানে ৬ উইকেট নেওয়ার দিনে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। গতদিনের ৫ উইকেটে ৩৪৬ রানের সঙ্গে আজ ১৪১ রান যোগ করেছে স্বাগতিকেরা। আজকের মোট রানের অর্ধেকের বেশি ৭৫ রান করেছেন একাই গতদিনে ১৫ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ।
গতদিনের আরেক অপরাজিত ব্যাটার আলেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন মার্শ। ষষ্ঠ উইকেটে আজ ৬৫ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ব্যক্তিগত ৩৪ রানে ক্যারিকে আউট করে জুটি ভাঙেন জামাল। সঙ্গীকে হারিয়ে এরপর একাই লড়ে গেছেন মার্শ। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরির দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিলেন।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে যখন মার্শের ১০ রান প্রয়োজন ঠিক তখনই আবার আঘাত হানে জামাল। এতে করে ৯০ রানে হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটারকে। পরে মার্শের অন্য দুই সতীর্থকেও ফিরিয়ে প্রতিপক্ষকে ৪৮৭ রানে অলআউট করেন অভিষিক্ত জামাল।
আজ বোলিংয়ের মতো প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল পাকিস্তান। ইনিংস উদ্বোধনী করতে নেমে ৭৪ রানের জুটি গড়েন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম–উল–হক। তবে দেখেশুনে ব্যাটিং করা শফিককে ৪২ রানে আউট করে পাকিস্তানের জুটি ভাঙেন প্রায় ৫ মাস পর টেস্টে ফেরা নাথান লায়ন।
ওপেনিং সঙ্গীকে হারালেও নতুন অধিনায়ক শন মাসুদকে নিয়ে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন ইমাম। তবে দলীয় ১২৩ রানের সময় এবার তাঁকে রেখে বিদায় নেন মাসুদও। দিনের শেষ উইকেট হিসেবে ৩০ রানে মিচেল মার্শের বলে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর আউটের পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বস্তিতে দিন শেষ করা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান। ক্রিজে নতুন আসা খুররাম শেহজাদের ৭ রানের বিপরীত ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।
ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিন নিজের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অবশ্য ম্যাচে ফিরেছে পাকিস্তান। আজ সফরকারীদের ম্যাচ ফিরিয়েছেন অভিষিক্ত আমের জামাল।
অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেটের ৪টি নিয়ে একটা কীর্তিও গড়েছেন জামাল। ৫৬ বছর পর কোনো সফরকারী দলের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট পেয়েছে। সর্বশেষ ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী। প্রথম এই কীর্তি গড়েন জামালেরই পূর্বসূরি আরিফ বাট। ১৯৬৪ সালে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।
জামালের ১১১ রানে ৬ উইকেট নেওয়ার দিনে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। গতদিনের ৫ উইকেটে ৩৪৬ রানের সঙ্গে আজ ১৪১ রান যোগ করেছে স্বাগতিকেরা। আজকের মোট রানের অর্ধেকের বেশি ৭৫ রান করেছেন একাই গতদিনে ১৫ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ।
গতদিনের আরেক অপরাজিত ব্যাটার আলেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন মার্শ। ষষ্ঠ উইকেটে আজ ৬৫ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ব্যক্তিগত ৩৪ রানে ক্যারিকে আউট করে জুটি ভাঙেন জামাল। সঙ্গীকে হারিয়ে এরপর একাই লড়ে গেছেন মার্শ। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরির দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিলেন।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে যখন মার্শের ১০ রান প্রয়োজন ঠিক তখনই আবার আঘাত হানে জামাল। এতে করে ৯০ রানে হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটারকে। পরে মার্শের অন্য দুই সতীর্থকেও ফিরিয়ে প্রতিপক্ষকে ৪৮৭ রানে অলআউট করেন অভিষিক্ত জামাল।
আজ বোলিংয়ের মতো প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল পাকিস্তান। ইনিংস উদ্বোধনী করতে নেমে ৭৪ রানের জুটি গড়েন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম–উল–হক। তবে দেখেশুনে ব্যাটিং করা শফিককে ৪২ রানে আউট করে পাকিস্তানের জুটি ভাঙেন প্রায় ৫ মাস পর টেস্টে ফেরা নাথান লায়ন।
ওপেনিং সঙ্গীকে হারালেও নতুন অধিনায়ক শন মাসুদকে নিয়ে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন ইমাম। তবে দলীয় ১২৩ রানের সময় এবার তাঁকে রেখে বিদায় নেন মাসুদও। দিনের শেষ উইকেট হিসেবে ৩০ রানে মিচেল মার্শের বলে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর আউটের পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বস্তিতে দিন শেষ করা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান। ক্রিজে নতুন আসা খুররাম শেহজাদের ৭ রানের বিপরীত ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫