নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’
ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫