Ajker Patrika

ভারতের ‘ছোট’দেরও কাঁদাল অস্ট্রেলিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪১
ভারতের ‘ছোট’দেরও কাঁদাল অস্ট্রেলিয়া

লন্ডন থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে বেনোনি—গত ৮ মাসে আইসিসি ইভেন্টের তিন ফাইনালে খেলেছে ভারত-অস্ট্রেলিয়া। যার মধ্যে গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল অস্ট্রেলিয়া। বেনোনির উইলোমুর পার্কে আজ ভারতীয় যুবাদের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ থাকলেও তা সম্ভব হয়নি। ৭৯ রানে হারিয়ে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডকে হারিয়ে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। বেনোনিতে আজ শিরোপা ধরে রাখার মিশনে ভারতের লক্ষ্য ছিল ২৫৪ রান। রান তাড়া করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ার পেসার কালাম ভিডলারকে খোঁচা দিতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। এজ হওয়া বল ক্যাচ ধরেন অজি উইকেটরক্ষক রায়ান হিকস।  এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশির খান। আরেক ওপেনার আদর্শ সিংকে নিয়ে সাবধানে এগোতে থাকেন মুশির। দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৩৭ রানের জুটি গড়েন আদর্শ ও মুশির। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মুশিরকে বোল্ড করে জুটি ভাঙেন মাহলি বিয়ার্ডম্যান। তাতে ভারতের স্কোর হয়ে যায়  ১২.২ ওভারে ২ উইকেটে ৪০ রান।

দুই উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। সেমিফাইনালে ভারতকে বাঁচানো অধিনায়ক আজ উইকেটে এসে বেশ সংগ্রাম করেছেন। ১৮ বলে করেন ৬ রান। ১৭তম ওভারের পঞ্চম বলে সাহারানকে ফেরান বিয়ার্ডম্যান। এরপর উইকেটে আসেন সেমিফাইনালের আরেক নায়ক শচীন দাস। এবার তিনি ৮ বলে ১ চারে ৯ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন। ২০তম ওভারের প্রথম বলে শচীনকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন রাফ ম্যাকমিলান।

সাহারান, শচীনের দুই উইকেট দ্রুত হারালে ভারতের স্কোর হয়ে যায় ১৯.১ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রিয়াংশু মুলিয়া। পঞ্চম উইকেট জুটিতে মুলিয়ার সঙ্গে ৩৪ বলে ২২ রানের জুটি গড়েন আদর্শ। মুলিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন চার্লি অ্যান্ডারসন। এরপর ব্যাটিংয়ে নেমেও ভারতীয় উইকেটরক্ষক আরাবেল্লি অবনীশ ২ বল খেলে ডাক মেরেছেন। ২৬তম ওভারের তৃতীয় বলে অবনীশকে কট এন্ড বোল্ড করেন ম্যাকমিলান।  সতীর্থদের আসা-যাওয়া অসহায়ের মতো দেখতে থাকা আদর্শও এরপর দ্রুত আউট হয়েছেন। ৩১তম ওভারের তৃতীয় বলে আদর্শকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন বিয়ার্ডম্যান। ৭৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন আদর্শ।

আদর্শ ফেরার ঠিক পরের ওভারেই রাজ লিম্বানিকে ইয়র্কারের ফাদে ফেলে বোল্ড করেছেন ম্যাকমিলান। হঠাৎ ধস নামা ভারতের স্কোর হয়ে যায় ৩১.৫ ওভারে ৮ উইকেটে ১২২ রান। নবম উইকেট জুটিতে মুরুগান অভিষেক ও নামান  তিওয়ারির ৫২ বলে ৪৬ রানের জুটি শুধু ব্যবধানই কমাতে পেরেছে। যেখানে ৮ নম্বরে নামা অভিষেক ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছে ৪২ রান। যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান। ২ উইকেট নিয়েছেন কালাম ভিডলার।

যুব বিশ্বকাপে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ শিরোপা। ৭ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ফাইনাল সেরা হয়েছেন বিয়ার্ডম্যান। ২১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক হুগ উইগবেন। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে অজিরা। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং। ৬৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মারেন হারজাস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন অজি অধিনায়ক উইগবেন। অলিভার পিক ও হ্যারি ডিক্সন করেন ৪৬ ও ৪২ রান। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাজ লিম্বানি। ২ উইকেট নেন নামান তিওয়ারি। একটি করে উইকেট নেন সৌমি পান্ডে ও মুশির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত