নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তানে যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় আইপিএল শুরু হলে ভাগ্য ফিরেছে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মিলেছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজ আজ সকালে দুবাই থেকে রওনা দিয়েছেন দিল্লিতে। পাড়ি দিতে হয়েছে দুবাই থেকে দিল্লি পর্যন্ত দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ। এর ঠিক ২৪ ঘণ্টা আগেই শারজাতে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বিসিবি থেকে মোস্তাফিজকে আইপিএলের লিগ পর্বের জন্য এনওসি দেয় ২৪ মে পর্যন্ত। তাতে তিন ম্যাচেই খেলার সুযোগ পাবে বাঁহাতি পেসার।
গতকাল ৪ ওভারে ১৭ রানে মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট। ইকোনোমি রেট মাত্র ৪.২৫, ছিল ১৪টি ডট বল। কিন্তু মূল কাজটি তিনি করেছেন ম্যাচের শেষ দিকের দুই ওভারে। ‘ডেথ ওভারে’র ২ ওভারেই ৭টি ডট বল করেন মোস্তাফিজ। এই পারফরম্যান্সের সুবাদে মোস্তাফিজ গড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য রেকর্ড। ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে করেছেন ৩০০ ডট বল। আগে থেকেই এই তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজ, তবে এবার ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডানের ডট বল সংখ্যা ২৪১টি। তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০)। এই শীর্ষ বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচে থাকা বোলারদের তালিকায় মোস্তাফিজ রয়েছেন তিন নম্বরে।
মোস্তাফিজ যে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন দিল্লিতে, দারুণ কিছু করতে পারলে আগামী আইপিএলে দল পেতে খুব বেশি কঠিন হবে না। ৬ কোটি রুপিতে নিলেও দিল্লির কাছ থেকে তিনি পারশ্রমিক পাবেন ম্যাচ অনুপাতে।
দিল্লি ক্যাপিটালস একাদশ:
ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, সামীর রিজভি, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, অশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, টি নটরাজন, কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান।
ভারত-পাকিস্তানে যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় আইপিএল শুরু হলে ভাগ্য ফিরেছে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মিলেছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজ আজ সকালে দুবাই থেকে রওনা দিয়েছেন দিল্লিতে। পাড়ি দিতে হয়েছে দুবাই থেকে দিল্লি পর্যন্ত দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ। এর ঠিক ২৪ ঘণ্টা আগেই শারজাতে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বিসিবি থেকে মোস্তাফিজকে আইপিএলের লিগ পর্বের জন্য এনওসি দেয় ২৪ মে পর্যন্ত। তাতে তিন ম্যাচেই খেলার সুযোগ পাবে বাঁহাতি পেসার।
গতকাল ৪ ওভারে ১৭ রানে মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট। ইকোনোমি রেট মাত্র ৪.২৫, ছিল ১৪টি ডট বল। কিন্তু মূল কাজটি তিনি করেছেন ম্যাচের শেষ দিকের দুই ওভারে। ‘ডেথ ওভারে’র ২ ওভারেই ৭টি ডট বল করেন মোস্তাফিজ। এই পারফরম্যান্সের সুবাদে মোস্তাফিজ গড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য রেকর্ড। ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে করেছেন ৩০০ ডট বল। আগে থেকেই এই তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজ, তবে এবার ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডানের ডট বল সংখ্যা ২৪১টি। তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০)। এই শীর্ষ বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচে থাকা বোলারদের তালিকায় মোস্তাফিজ রয়েছেন তিন নম্বরে।
মোস্তাফিজ যে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন দিল্লিতে, দারুণ কিছু করতে পারলে আগামী আইপিএলে দল পেতে খুব বেশি কঠিন হবে না। ৬ কোটি রুপিতে নিলেও দিল্লির কাছ থেকে তিনি পারশ্রমিক পাবেন ম্যাচ অনুপাতে।
দিল্লি ক্যাপিটালস একাদশ:
ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, সামীর রিজভি, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, অশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, টি নটরাজন, কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে