নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটি হতে দেয়নি ঢাকা ডমিনেটরস। নিজেদের দশম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠল নাসির হোসেনের ঢাকা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল সাকিব আল হাসানের বরিশাল।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান করেছিল বরিশাল। ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে এ রান তাড়া করেছে ঢাকা।
মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ঢাকার জয়ের ভিত গড়ে দেন। ৭.৪ ওভারে দুজনে তোলেন ৭৪ রান। ২২ বলে ৩৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। তবে ফিফটি তুল নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন করেছেন ২৬ রান। নাসির হোসেন দলকে জিতিয়ে ২০ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারায় তারা। কোনো উইকেট না হারিয়ে তোলে ৪২ রান। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর রান রেটও কমতে থাকে। ইনিংসে এনামুল হক বিজয়ের সর্বোচ্চ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান।
৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন এক-দুই খেলে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান হয় ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল।
কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠান বরিশালের ব্যাটাররা। ২৭ বলে ৩৯ রান আসে মাহমদুউল্লাহর ব্যাট থেকে। সালমান ১৪ রান করে আউট হন। ৫ বলে ১৭ রান করেন করিম জানাত। ঢাকার হয়ে আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মিথুন।
জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটি হতে দেয়নি ঢাকা ডমিনেটরস। নিজেদের দশম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠল নাসির হোসেনের ঢাকা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল সাকিব আল হাসানের বরিশাল।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান করেছিল বরিশাল। ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে এ রান তাড়া করেছে ঢাকা।
মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ঢাকার জয়ের ভিত গড়ে দেন। ৭.৪ ওভারে দুজনে তোলেন ৭৪ রান। ২২ বলে ৩৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। তবে ফিফটি তুল নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন করেছেন ২৬ রান। নাসির হোসেন দলকে জিতিয়ে ২০ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারায় তারা। কোনো উইকেট না হারিয়ে তোলে ৪২ রান। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর রান রেটও কমতে থাকে। ইনিংসে এনামুল হক বিজয়ের সর্বোচ্চ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান।
৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন এক-দুই খেলে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান হয় ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল।
কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠান বরিশালের ব্যাটাররা। ২৭ বলে ৩৯ রান আসে মাহমদুউল্লাহর ব্যাট থেকে। সালমান ১৪ রান করে আউট হন। ৫ বলে ১৭ রান করেন করিম জানাত। ঢাকার হয়ে আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মিথুন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫