নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’
তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে