ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। দল পাওয়ার পর রিশাদকে কিছু ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন একই দলে খেলছেন তামিম-রিশাদ। ২০২০ সালে লাহোরের হয়ে পিএসএল খেলেছিলেন তামিমও।
ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট নিয়ে ভালো অভিজ্ঞতাও রয়েছে তামিমের। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত রিশাদের দল ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’
লাহোরে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তানি পেসার এখন বিপিএল খেলছেন বরিশাল দলের হয়ে। রিশাদ জানিয়েছেন, পিএসএলে দল পাবেন, এটা আগেই কিছুটা অনুমান করেছিলেন তিনি। এই লেগ স্পিনার বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। সব ঠিক থাকলে পিএসএলে পুরো মৌসুমই খেলার সুযোগ আছে রিশাদের। তবে যেখানে তিনি খেলতে পারেননি, সেটা নিয়ে চিন্তা করেন না রিশাদ, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। রিশাদের বিশ্বাস পরের মৌসুমে আরও বেশি বাংলাদেশের খেলোয়াড় দল পাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। দল পাওয়ার পর রিশাদকে কিছু ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন একই দলে খেলছেন তামিম-রিশাদ। ২০২০ সালে লাহোরের হয়ে পিএসএল খেলেছিলেন তামিমও।
ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট নিয়ে ভালো অভিজ্ঞতাও রয়েছে তামিমের। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত রিশাদের দল ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’
লাহোরে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তানি পেসার এখন বিপিএল খেলছেন বরিশাল দলের হয়ে। রিশাদ জানিয়েছেন, পিএসএলে দল পাবেন, এটা আগেই কিছুটা অনুমান করেছিলেন তিনি। এই লেগ স্পিনার বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। সব ঠিক থাকলে পিএসএলে পুরো মৌসুমই খেলার সুযোগ আছে রিশাদের। তবে যেখানে তিনি খেলতে পারেননি, সেটা নিয়ে চিন্তা করেন না রিশাদ, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’
পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। রিশাদের বিশ্বাস পরের মৌসুমে আরও বেশি বাংলাদেশের খেলোয়াড় দল পাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে