নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।
তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।
‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।
এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।
তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।
‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫