আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫