২০২৪ আইপিএল শেষ হতে না হতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল গত রাতে ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক রভমান পাওয়েলকে বিশ্বকাপের আগের সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল খেলছেন আইপিএলের রাজস্থান রয়্যালস দলে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। সহ অধিনায়ক হিসেবে পাচ্ছেন রস্টন চেজকে। কদিন আগে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচারের মতো ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। কাইল মায়ার্স, জেসন হোল্ডারের মতো অলরাউন্ডাররাও আছেন বিশ্বকাপের আগের সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে। আছেন দুই বাহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতি। শেষের দিকে নেমে ঝড়ও তুলতে পারেন আকিল। তবে শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, শাই হোপ, নিকোলাস পুরানদের মতো তারকাদেরও প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না আইপিএলের কারণে। রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স প্লে অফে ওঠায় আইপিএল নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে হেটমায়ার ও রাসেলকে। রাজস্থানে খেলছেন হেটমায়ার। কলকাতায় খেলছেন রাসেল। তবে হোপ, পুরানকে বিশ্রাম দেওয়া হয়েছে। হোপের দল দিল্লি ক্যাপিটালস, পুরানের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—কোনো দলই প্লে অফে উঠতে পারেনি।
২৩,২৫ ও ২৬ মে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ তিনটি হবে জ্যামাইকার স্যাবাইনাপার্কে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ তিনটি। ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মনে করেন সিডব্লুআই সির্বাচক ডেসমন্ড হেইনস। হেইনস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ এই তিনটা। নিজেদের স্কিল শাণিত করার সুযোগ রয়েছে খেলোয়াড়দের সামনে। তাদের নিশ্চিত করতে হবে যে বিশ্বকাপের আগে তারা তৈরি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ, ফ্যাবিয়ান অ্যালেন
২০২৪ আইপিএল শেষ হতে না হতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল গত রাতে ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক রভমান পাওয়েলকে বিশ্বকাপের আগের সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল খেলছেন আইপিএলের রাজস্থান রয়্যালস দলে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। সহ অধিনায়ক হিসেবে পাচ্ছেন রস্টন চেজকে। কদিন আগে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচারের মতো ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। কাইল মায়ার্স, জেসন হোল্ডারের মতো অলরাউন্ডাররাও আছেন বিশ্বকাপের আগের সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে। আছেন দুই বাহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতি। শেষের দিকে নেমে ঝড়ও তুলতে পারেন আকিল। তবে শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, শাই হোপ, নিকোলাস পুরানদের মতো তারকাদেরও প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না আইপিএলের কারণে। রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স প্লে অফে ওঠায় আইপিএল নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে হেটমায়ার ও রাসেলকে। রাজস্থানে খেলছেন হেটমায়ার। কলকাতায় খেলছেন রাসেল। তবে হোপ, পুরানকে বিশ্রাম দেওয়া হয়েছে। হোপের দল দিল্লি ক্যাপিটালস, পুরানের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—কোনো দলই প্লে অফে উঠতে পারেনি।
২৩,২৫ ও ২৬ মে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ তিনটি হবে জ্যামাইকার স্যাবাইনাপার্কে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ তিনটি। ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মনে করেন সিডব্লুআই সির্বাচক ডেসমন্ড হেইনস। হেইনস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ এই তিনটা। নিজেদের স্কিল শাণিত করার সুযোগ রয়েছে খেলোয়াড়দের সামনে। তাদের নিশ্চিত করতে হবে যে বিশ্বকাপের আগে তারা তৈরি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ, ফ্যাবিয়ান অ্যালেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে