২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেরা অলরাউন্ডারকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই ভারতে খেলতে হবে লঙ্কানদের।
বিশ্বকাপের দল দেওয়ার জন্য দলগুলোকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে দুই দিন আগেই। দেড় মাসের ওয়ানডে বিশ্বকাপে হাসারাঙ্গাকে পাওয়া সম্ভব নয় জেনেই ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে দলে রাখেননি লঙ্কান নির্বাচকেরা।
গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় চোটে পড়েন হাসারাঙ্গা। গ্রেড-৩ মানের হ্যামস্ট্রিং চোটে পড়েন এলপিএলে সর্বোচ্চ ২৭৯ রান ও ১৯ উইকেট পাওয়া অলরাউন্ডার। হাসারাঙ্গাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তিন মাসের আগে সুস্থ হয়ে ফেরা সম্ভব নয় জেনে শেষ পর্যন্ত হাসারাঙ্গাকে দলের বাইরেই রাখতে হয়েছে নির্বাচকদের।
হাসারাঙ্গার মতো ফর্মে থাকা অলরাউন্ডারকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতিই। বিশ্বকাপ বাছাইপর্বে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সাত ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। আইপিএলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন ক্রিকেটারকে ছাড়াই শেষ পর্যন্ত দল ঘোষণা করতে বাধ্য হয়েছে লঙ্কান বোর্ড।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলটি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ তিকসানা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: চামিকা করুণারত্নে
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেরা অলরাউন্ডারকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই ভারতে খেলতে হবে লঙ্কানদের।
বিশ্বকাপের দল দেওয়ার জন্য দলগুলোকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে দুই দিন আগেই। দেড় মাসের ওয়ানডে বিশ্বকাপে হাসারাঙ্গাকে পাওয়া সম্ভব নয় জেনেই ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে দলে রাখেননি লঙ্কান নির্বাচকেরা।
গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় চোটে পড়েন হাসারাঙ্গা। গ্রেড-৩ মানের হ্যামস্ট্রিং চোটে পড়েন এলপিএলে সর্বোচ্চ ২৭৯ রান ও ১৯ উইকেট পাওয়া অলরাউন্ডার। হাসারাঙ্গাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তিন মাসের আগে সুস্থ হয়ে ফেরা সম্ভব নয় জেনে শেষ পর্যন্ত হাসারাঙ্গাকে দলের বাইরেই রাখতে হয়েছে নির্বাচকদের।
হাসারাঙ্গার মতো ফর্মে থাকা অলরাউন্ডারকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতিই। বিশ্বকাপ বাছাইপর্বে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সাত ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। আইপিএলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন ক্রিকেটারকে ছাড়াই শেষ পর্যন্ত দল ঘোষণা করতে বাধ্য হয়েছে লঙ্কান বোর্ড।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলটি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ তিকসানা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: চামিকা করুণারত্নে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫