কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে উইকেট বৃষ্টির দিনে ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। আজ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রাম-বরিশালের ম্যাচে উইকেট পড়েছে ১৯টি। তবে একদিন হাতে রেখে ৮ উইকেটে চলতি মৌসুমে প্রথম জয় পেল চট্টগ্রাম। বরিশালের দেওয়া ৮৩ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা।
চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মো. আশরাফুল হাসান প্রথম ইনিংসেও নিয়েছিলেন বরিশালের ৪টি উইকেট। তারপরও স্কোরে জমা করেছিল তারা ৩১৮ রান। দারুণ জবাব দিয়েছে চট্টগ্রামও। আগের দিনের ৩ উইকেটে ২০২ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। ৫ রানের লিড পায় বরিশাল।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আর থিতু হতে পারল না বরিশাল। দুর্দান্ত ঘূর্ণি জাদুতে আশরাফুল নাচালেন তাদের। এ বাঁহাতি স্পিনার ২২ রানে ৬ উইকেট নিয়ে বরিশালকে গুটিয়ে দেন ৭৭ রানে। আরেক স্পিনার নাইম হাসানও নিয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা আশরাফুলের শিকার ১০ উইকেট। ৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত ২ উইকেট হারায় চট্টগ্রাম। তবে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪৬ রানের কল্যাণে সহজ জয়ই পায় তারা।
সিলেটে আগের দিনের ৬ উইকেটে ২৫৪ রান থেকে গতকাল ব্যাটিংয়ে নেমে ৩১৫ রান থামে ঢাকার প্রথম ইনিংস। ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মহানগর। তাদের লিড এখন পর্যন্ত ১৭৫ রান। ৮২ রানে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহীতে জয়ের সুবাস নিয়ে আজ শেষ দিন মাঠে নামবে রংপুর। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহীর স্কোর ছিল সমান ১৮৯। দ্বিতীয় ইনিংসে রংপুর করেছে ২৬২ রান। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৬২ রান করেছে রাজশাহী।
কক্সবাজারে আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ২২৩ রানের লিড পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ৪৯৬ রান করেছিল তারা। বিপরীতে আজ ২৭৩ রানে অলআউট হয়ে গেছে খুলনা। ৮৮ রানে ফিরে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে উইকেট বৃষ্টির দিনে ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। আজ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রাম-বরিশালের ম্যাচে উইকেট পড়েছে ১৯টি। তবে একদিন হাতে রেখে ৮ উইকেটে চলতি মৌসুমে প্রথম জয় পেল চট্টগ্রাম। বরিশালের দেওয়া ৮৩ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা।
চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মো. আশরাফুল হাসান প্রথম ইনিংসেও নিয়েছিলেন বরিশালের ৪টি উইকেট। তারপরও স্কোরে জমা করেছিল তারা ৩১৮ রান। দারুণ জবাব দিয়েছে চট্টগ্রামও। আগের দিনের ৩ উইকেটে ২০২ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। ৫ রানের লিড পায় বরিশাল।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আর থিতু হতে পারল না বরিশাল। দুর্দান্ত ঘূর্ণি জাদুতে আশরাফুল নাচালেন তাদের। এ বাঁহাতি স্পিনার ২২ রানে ৬ উইকেট নিয়ে বরিশালকে গুটিয়ে দেন ৭৭ রানে। আরেক স্পিনার নাইম হাসানও নিয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা আশরাফুলের শিকার ১০ উইকেট। ৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত ২ উইকেট হারায় চট্টগ্রাম। তবে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪৬ রানের কল্যাণে সহজ জয়ই পায় তারা।
সিলেটে আগের দিনের ৬ উইকেটে ২৫৪ রান থেকে গতকাল ব্যাটিংয়ে নেমে ৩১৫ রান থামে ঢাকার প্রথম ইনিংস। ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মহানগর। তাদের লিড এখন পর্যন্ত ১৭৫ রান। ৮২ রানে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহীতে জয়ের সুবাস নিয়ে আজ শেষ দিন মাঠে নামবে রংপুর। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহীর স্কোর ছিল সমান ১৮৯। দ্বিতীয় ইনিংসে রংপুর করেছে ২৬২ রান। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৬২ রান করেছে রাজশাহী।
কক্সবাজারে আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ২২৩ রানের লিড পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ৪৯৬ রান করেছিল তারা। বিপরীতে আজ ২৭৩ রানে অলআউট হয়ে গেছে খুলনা। ৮৮ রানে ফিরে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে