সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার শেষ চারে খেলায় শঙ্কার মুখে কিউইরা।
নিউজিল্যান্ডের এখন সুপার এইটে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার পথে কিউইরা। শঙ্কাটা দূর করতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে কেন উইলিয়ামসদের। ‘সি’ গ্রুপে আফগানিস্তান ও উইন্ডিজ টানা দুই জয়ে কিউইদের পথটা বন্ধুর করে দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে হারলে আর বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সুপার এইটের সুযোগ পাবে না নিউজিল্যান্ড। কিউইদের হারাতে পারলে উইন্ডিজের নিশ্চিত হবে নকআউট পর্ব। আফগানরা পরের ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে। নিউজিল্যান্ডের তখন দর্শক হয়েই বিশ্বকাপ উপভোগ করতে হবে। তবে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা জানিয়েছেন লুক রনকি। গত শনিবার ত্রিনিদাদে কিউইদের ব্যাটিং কোচ বলেছেন, ‘তারা (উইন্ডিজ) টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য দল। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারা ঘরের মাঠে খেলবে। ত্রিনিদাদের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের দলে থাকায় ব্রায়ান লারা স্টেডিয়ামের কন্ডিশন জানা আছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, কী করতে চাই। প্রথম ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই।’
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার শেষ চারে খেলায় শঙ্কার মুখে কিউইরা।
নিউজিল্যান্ডের এখন সুপার এইটে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার পথে কিউইরা। শঙ্কাটা দূর করতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে কেন উইলিয়ামসদের। ‘সি’ গ্রুপে আফগানিস্তান ও উইন্ডিজ টানা দুই জয়ে কিউইদের পথটা বন্ধুর করে দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে হারলে আর বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সুপার এইটের সুযোগ পাবে না নিউজিল্যান্ড। কিউইদের হারাতে পারলে উইন্ডিজের নিশ্চিত হবে নকআউট পর্ব। আফগানরা পরের ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে। নিউজিল্যান্ডের তখন দর্শক হয়েই বিশ্বকাপ উপভোগ করতে হবে। তবে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা জানিয়েছেন লুক রনকি। গত শনিবার ত্রিনিদাদে কিউইদের ব্যাটিং কোচ বলেছেন, ‘তারা (উইন্ডিজ) টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য দল। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারা ঘরের মাঠে খেলবে। ত্রিনিদাদের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের দলে থাকায় ব্রায়ান লারা স্টেডিয়ামের কন্ডিশন জানা আছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, কী করতে চাই। প্রথম ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫