কেউ কেউ আফগানিস্তানকে ‘দৈত্য ঘাতক’ হিসেবে দেখেছিলেন। ভাবা হয়েছিল, তারা সেমিফাইনালে উঠতে পারবে না, কিন্তু অন্যের শেষ চারে উত্তরণের পথে বিছিয়ে দেবে কাঁটা। প্রথম দুই ম্যাচে সেই রূপ দেখাতে পারেনি আফগানরা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে না বোলিং, না ব্যাটিং—কোনো বিভাগেই ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি তারা। তাই আজ দিল্লিতে আরেক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘পয়েন্ট ব্যাংক’ হিসেবেই দেখা হচ্ছে আফগানিস্তানকে।
এদিক থেকে আজকের লড়াইটি আফগানিস্তানের জন্য স্রেফ আরেকটি ম্যাচ। কিন্তু আফগান কোচ জোনাথন ট্রটের জন্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের প্রতিনিধিত্ব করেছেন, এই ম্যাচে সেই ইংল্যান্ডকেই পাচ্ছেন ট্রট। তাই আজকের ম্যাচটি আফগানিস্তানের ইংলিশ কোচের জন্য সাবেক দলের সঙ্গে পুনর্মিলনীর।
তবে এ নিয়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ আছে কি ট্রটের? ২০১৫ বিশ্বকাপে সেই কবে একবার তারা স্কটিশদের হারিয়েছিল, তারপর থেকে আইসিসির এই মেগা ইভেন্টে হেরেই চলেছে। আজ হারলে সেটি হবে বিশ্বকাপে আফগানদের টানা ১৫তম হার! অথচ টুর্নামেন্ট শুরুর আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি গর্ব করে বলেছিলেন, ভারত তাঁদের ‘হোম গ্রাউন্ড’। আর আইপিএল অভিজ্ঞতার সুবাদে রশিদ খান, মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি, নূর আহমেদরাই তাঁর দলের বড় শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচে সেই শক্তি প্রদর্শনে তাঁরা ব্যর্থ। আজ ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে আফগানিস্তানের আইপিএল তারকাদেরই জ্বলে উঠতে হবে।
কেউ কেউ আফগানিস্তানকে ‘দৈত্য ঘাতক’ হিসেবে দেখেছিলেন। ভাবা হয়েছিল, তারা সেমিফাইনালে উঠতে পারবে না, কিন্তু অন্যের শেষ চারে উত্তরণের পথে বিছিয়ে দেবে কাঁটা। প্রথম দুই ম্যাচে সেই রূপ দেখাতে পারেনি আফগানরা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে না বোলিং, না ব্যাটিং—কোনো বিভাগেই ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি তারা। তাই আজ দিল্লিতে আরেক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘পয়েন্ট ব্যাংক’ হিসেবেই দেখা হচ্ছে আফগানিস্তানকে।
এদিক থেকে আজকের লড়াইটি আফগানিস্তানের জন্য স্রেফ আরেকটি ম্যাচ। কিন্তু আফগান কোচ জোনাথন ট্রটের জন্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের প্রতিনিধিত্ব করেছেন, এই ম্যাচে সেই ইংল্যান্ডকেই পাচ্ছেন ট্রট। তাই আজকের ম্যাচটি আফগানিস্তানের ইংলিশ কোচের জন্য সাবেক দলের সঙ্গে পুনর্মিলনীর।
তবে এ নিয়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ আছে কি ট্রটের? ২০১৫ বিশ্বকাপে সেই কবে একবার তারা স্কটিশদের হারিয়েছিল, তারপর থেকে আইসিসির এই মেগা ইভেন্টে হেরেই চলেছে। আজ হারলে সেটি হবে বিশ্বকাপে আফগানদের টানা ১৫তম হার! অথচ টুর্নামেন্ট শুরুর আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি গর্ব করে বলেছিলেন, ভারত তাঁদের ‘হোম গ্রাউন্ড’। আর আইপিএল অভিজ্ঞতার সুবাদে রশিদ খান, মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি, নূর আহমেদরাই তাঁর দলের বড় শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচে সেই শক্তি প্রদর্শনে তাঁরা ব্যর্থ। আজ ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে আফগানিস্তানের আইপিএল তারকাদেরই জ্বলে উঠতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫