রাওয়ালপিন্ডির মতো মুলতানে দ্বিতীয় টেস্টেও সমানে সমানে লড়ছে পাকিস্তান, ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার হাতছানি রয়েছে পাকিস্তানের সামনে। ৩৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা পাকিস্তানের জয়ের জন্য দরকার ১৫৭ রান। এখনও স্বাগতিকদের হাতে আছে দুই দিন।
৫ উইকেটে ২০২ রানে দ্বিতীয় ইনিংসে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ৫৪ রান যোগ করে আজ ষষ্ঠ উইকেট হারায় ইংলিশরা। ৪১ রান করা বেন স্টোকসের উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। তাতে ষষ্ঠ উইকেটে স্টোকস-হ্যারি ব্রুকের ১০১ রানের পার্টনারশিপ ভেঙে যায়। এরপর ১৯ রান যোগ করতে ইংল্যান্ড হারায় শেষ চার উইকেট। সর্বোচ্চ ১০৮ রান করেন ব্রুক, যা তাঁর টেস্ট ক্যারিয়ার দ্বিতীয় সেঞ্চুরি। ২৭৫ রানে অলআউট হলে ইংল্যান্ড লিড পায় ৩৫৪ রানের। আবরার আহমেদ এই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। অভিষেক টেস্টে ১১ উইকেট নিলেন পাকিস্তানের এই লেগস্পিনার।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের ওপেনিংয়ে ৬৬ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান। ৩০ রান করা রিজওয়ানকে বোল্ড করে এই জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর বাবর আজমকে বোল্ড করেন ওলি রবিনসন। পাকিস্তানি অধিনায়ক করেন মাত্র ১ রান। আব্দুল্লাহ শফিকের উইকেট মার্ক উড তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮৩ রান।
তিন উইকেট পড়ার পর ব্যাটিং করতে নামেন ইমাম-উল-হক। চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটার। লিচের বলে ইমাম আউট হলে ভেঙে যায় এই শতরানের জুটি। ৬০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। ৪ উইকেটে ১৯৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। শাকিল অপরাজিত আছেন ৫৪ রান করে এবং ফাহিম আশরাফ ৩ রান করে দিনের খেলা শেষ করেছেন। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রবিনসন, লিচ, উড।
রাওয়ালপিন্ডির মতো মুলতানে দ্বিতীয় টেস্টেও সমানে সমানে লড়ছে পাকিস্তান, ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার হাতছানি রয়েছে পাকিস্তানের সামনে। ৩৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা পাকিস্তানের জয়ের জন্য দরকার ১৫৭ রান। এখনও স্বাগতিকদের হাতে আছে দুই দিন।
৫ উইকেটে ২০২ রানে দ্বিতীয় ইনিংসে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ৫৪ রান যোগ করে আজ ষষ্ঠ উইকেট হারায় ইংলিশরা। ৪১ রান করা বেন স্টোকসের উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। তাতে ষষ্ঠ উইকেটে স্টোকস-হ্যারি ব্রুকের ১০১ রানের পার্টনারশিপ ভেঙে যায়। এরপর ১৯ রান যোগ করতে ইংল্যান্ড হারায় শেষ চার উইকেট। সর্বোচ্চ ১০৮ রান করেন ব্রুক, যা তাঁর টেস্ট ক্যারিয়ার দ্বিতীয় সেঞ্চুরি। ২৭৫ রানে অলআউট হলে ইংল্যান্ড লিড পায় ৩৫৪ রানের। আবরার আহমেদ এই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। অভিষেক টেস্টে ১১ উইকেট নিলেন পাকিস্তানের এই লেগস্পিনার।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের ওপেনিংয়ে ৬৬ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান। ৩০ রান করা রিজওয়ানকে বোল্ড করে এই জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর বাবর আজমকে বোল্ড করেন ওলি রবিনসন। পাকিস্তানি অধিনায়ক করেন মাত্র ১ রান। আব্দুল্লাহ শফিকের উইকেট মার্ক উড তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮৩ রান।
তিন উইকেট পড়ার পর ব্যাটিং করতে নামেন ইমাম-উল-হক। চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটার। লিচের বলে ইমাম আউট হলে ভেঙে যায় এই শতরানের জুটি। ৬০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। ৪ উইকেটে ১৯৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। শাকিল অপরাজিত আছেন ৫৪ রান করে এবং ফাহিম আশরাফ ৩ রান করে দিনের খেলা শেষ করেছেন। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রবিনসন, লিচ, উড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫