বিশ্ব ক্রিকেটে এক দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য চালানো ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের হারিয়ে খুঁজছে। টি-টোয়েন্টি ছাড়া অন্য দুই সংস্করণে বেশির ভাগ সময় প্রতিপক্ষকে চ্যালেঞ্জও জানাতে পারছে না ক্যারিবিয়ানরা। এর পেছনে অন্যতম প্রধান কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়ে বনিবনা না হওয়া।
এই অবস্থার মধ্যে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চ্যালেঞ্জিং সেটি জানিয়েছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে হোল্ডার এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ব্র্যাড হগের ইউটিউব চ্যানেলে এ অলরাউন্ডার বলেছেন, ‘বোর্ডের সঙ্গে তাদের সব সময় কিছু না কিছু ঝামেলা লেগেই থাকত। কখনোই শতভাগ সমর্থন পাওয়া যেত না। মনে হয়, আমাদের সিস্টেমটাই খারাপ এবং দ্রুত এর পরিবর্তন করা দরকার। আমার মনে হয় না, বোর্ডের পক্ষে আর্থিকভাবে নতুন কিছু করার কিংবা যেটুকু আছে, সেটিও ধরে রাখার ক্ষমতা আছে।’
ক্যারিবিয়ানদের আরেকটি বড় চ্যালেঞ্জ সবগুলো দ্বীপ রাষ্ট্রকে এক সুতোয় গাঁথা। এমন এক দলকে নেতৃত্ব দেওয়া তাই স্বাভাবিকভাবে কঠিন। অধিনায়কত্বের এই চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে গিয়ে হোল্ডারের দাবি, ‘ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্ব করাটা বিশাল চ্যালেঞ্জ। আমার মনে হয়, ম্যানেজমেন্ট বা বোর্ডের দৃঢ় সমর্থন না থাকলে কাজ করাটা অসম্ভব হয়ে যায়।’
বিশ্ব ক্রিকেটে এক দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য চালানো ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের হারিয়ে খুঁজছে। টি-টোয়েন্টি ছাড়া অন্য দুই সংস্করণে বেশির ভাগ সময় প্রতিপক্ষকে চ্যালেঞ্জও জানাতে পারছে না ক্যারিবিয়ানরা। এর পেছনে অন্যতম প্রধান কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়ে বনিবনা না হওয়া।
এই অবস্থার মধ্যে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চ্যালেঞ্জিং সেটি জানিয়েছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে হোল্ডার এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ব্র্যাড হগের ইউটিউব চ্যানেলে এ অলরাউন্ডার বলেছেন, ‘বোর্ডের সঙ্গে তাদের সব সময় কিছু না কিছু ঝামেলা লেগেই থাকত। কখনোই শতভাগ সমর্থন পাওয়া যেত না। মনে হয়, আমাদের সিস্টেমটাই খারাপ এবং দ্রুত এর পরিবর্তন করা দরকার। আমার মনে হয় না, বোর্ডের পক্ষে আর্থিকভাবে নতুন কিছু করার কিংবা যেটুকু আছে, সেটিও ধরে রাখার ক্ষমতা আছে।’
ক্যারিবিয়ানদের আরেকটি বড় চ্যালেঞ্জ সবগুলো দ্বীপ রাষ্ট্রকে এক সুতোয় গাঁথা। এমন এক দলকে নেতৃত্ব দেওয়া তাই স্বাভাবিকভাবে কঠিন। অধিনায়কত্বের এই চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে গিয়ে হোল্ডারের দাবি, ‘ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্ব করাটা বিশাল চ্যালেঞ্জ। আমার মনে হয়, ম্যানেজমেন্ট বা বোর্ডের দৃঢ় সমর্থন না থাকলে কাজ করাটা অসম্ভব হয়ে যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫