ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে