২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫