নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচে জিতে আকাশে উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ঝড়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট।
তিন হারের পর বিপিএলে টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা। সিলেটের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই তাড়া করেছে তারা। ঘুরে দাঁড়ানোর রহস্যটাও স্পষ্ট—‘ওপেনিং জুটি’। গত তিন ম্যাচে কুমিল্লার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই তিন ম্যাচেই ওপেনিং জুটিতে ৪০ ওপরে রান তুলেছে কুমিল্লা। গতকালও ৫৭ রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ১৫ রানের রিজওয়ান আউট হলেও লিটন খেলেছেন ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস। ৪টি ছক্কা আর ৭ চারে দর্শকদেরও নাচিয়েছেন বেশ।
সিলেটের হয়ে মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
সিলেটের ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়ের অভাব দেখে গেছে গত দুই ম্যাচেই। গত পরশু ঢাকা ডমিনেটরসের দেওয়া ১২৯ রান তাড়া করতে খাবি খেয়েছে তারা। গতকাল কুমিল্লার বিপক্ষেও সিলেটের ব্যাটিংয়ের শুরুতে করুণ দশা ফুটে ওঠে। দলীয় ৫৩ রানেই ৭ উইকেট হারায় তারা। হৃদয়ের জায়গায় ঢাকার বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল সিলেট।
কুমিল্লার বিপক্ষে খেলিয়েছে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা শরিফউল্লাহকে। কিন্তু ১ রানেই রান-আউট হয়ে ফেরেন এই অলরাউন্ডার। হৃদয়ের ওয়ানডাউন পজিশনে আকবর আলীকে ব্যাটিং করিয়েও লাভ হয়নি। ২ বলে ১ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাট থেকে। আগের ম্যাচগুলোয় নিচের দিকে কার্যকরী ইনিংস খেলেছেন আকবর। তাঁকে ওপরে ব্যাটিং করিয়ে খাপ খাওয়ানের চেষ্টা বৃথা গেল সিলেটের।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। অষ্টম উইকেটে ৬৩ বলের ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন দুই অলরাউন্ডার। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। ইমাদ ৩৩ বলে ৪০ এবং পেরেরা ৩১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
কুমিল্লার হয়ে হাসান আলি ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচে জিতে আকাশে উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ঝড়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট।
তিন হারের পর বিপিএলে টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা। সিলেটের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই তাড়া করেছে তারা। ঘুরে দাঁড়ানোর রহস্যটাও স্পষ্ট—‘ওপেনিং জুটি’। গত তিন ম্যাচে কুমিল্লার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই তিন ম্যাচেই ওপেনিং জুটিতে ৪০ ওপরে রান তুলেছে কুমিল্লা। গতকালও ৫৭ রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ১৫ রানের রিজওয়ান আউট হলেও লিটন খেলেছেন ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস। ৪টি ছক্কা আর ৭ চারে দর্শকদেরও নাচিয়েছেন বেশ।
সিলেটের হয়ে মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
সিলেটের ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়ের অভাব দেখে গেছে গত দুই ম্যাচেই। গত পরশু ঢাকা ডমিনেটরসের দেওয়া ১২৯ রান তাড়া করতে খাবি খেয়েছে তারা। গতকাল কুমিল্লার বিপক্ষেও সিলেটের ব্যাটিংয়ের শুরুতে করুণ দশা ফুটে ওঠে। দলীয় ৫৩ রানেই ৭ উইকেট হারায় তারা। হৃদয়ের জায়গায় ঢাকার বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল সিলেট।
কুমিল্লার বিপক্ষে খেলিয়েছে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা শরিফউল্লাহকে। কিন্তু ১ রানেই রান-আউট হয়ে ফেরেন এই অলরাউন্ডার। হৃদয়ের ওয়ানডাউন পজিশনে আকবর আলীকে ব্যাটিং করিয়েও লাভ হয়নি। ২ বলে ১ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাট থেকে। আগের ম্যাচগুলোয় নিচের দিকে কার্যকরী ইনিংস খেলেছেন আকবর। তাঁকে ওপরে ব্যাটিং করিয়ে খাপ খাওয়ানের চেষ্টা বৃথা গেল সিলেটের।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। অষ্টম উইকেটে ৬৩ বলের ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন দুই অলরাউন্ডার। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। ইমাদ ৩৩ বলে ৪০ এবং পেরেরা ৩১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
কুমিল্লার হয়ে হাসান আলি ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫