নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা।
ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট।
৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর।
নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’
১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা।
ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট।
৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর।
নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’
১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে