অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
ভারতের দলে কোনো পরিবর্তন আনেননি অধিনায়ক রোহিত শর্মা। যথারীতি সবশেষ ম্যাচ খেলা একাদশ নিয়েই মাঠে নামবেন কোহলিরা। তবে চোটের কারণে ইংলিশদের দলে দুটি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন ডেভিড মালান ও মার্ক ওড। পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন ফিল সল্ট ও ক্রিস জর্দান।
টসের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব ম্যাচের পরিস্থিতির সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে চায়।’
ব্যাটিংয়ে নামার আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘টুর্নামেন্টজুড়ে যেভাবে খেলে আসছে দল, তেমনি আরেকটি ম্যাচ খেলতে উন্মুখ ভারত।’
ইংল্যান্ডের একাদশে রয়েছেন জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।
ভারতের একাদশে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রবিচন্দন অশ্বিন, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, আর্শ্বদীপ সিং, সূর্যকুমার যাদব।
অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
ভারতের দলে কোনো পরিবর্তন আনেননি অধিনায়ক রোহিত শর্মা। যথারীতি সবশেষ ম্যাচ খেলা একাদশ নিয়েই মাঠে নামবেন কোহলিরা। তবে চোটের কারণে ইংলিশদের দলে দুটি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন ডেভিড মালান ও মার্ক ওড। পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন ফিল সল্ট ও ক্রিস জর্দান।
টসের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব ম্যাচের পরিস্থিতির সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে চায়।’
ব্যাটিংয়ে নামার আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘টুর্নামেন্টজুড়ে যেভাবে খেলে আসছে দল, তেমনি আরেকটি ম্যাচ খেলতে উন্মুখ ভারত।’
ইংল্যান্ডের একাদশে রয়েছেন জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।
ভারতের একাদশে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রবিচন্দন অশ্বিন, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, আর্শ্বদীপ সিং, সূর্যকুমার যাদব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫