দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক। আইপিএলে তাঁর দুর্দান্ত ফর্মই জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলে ছিলেন কার্তিক।
৩৭ বছর বয়সে জাতীয় দলে ফিরতে পেরে কার্তিক দারুণ উচ্ছ্বসিত। দলে সুযোগ পেয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তা হলে সব কিছুই পেতে পারেন।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জন্য সন্তুষ্টির। এটাই সম্ভবত আমার সব থেকে স্মরণীয় ফিরে আসা। কারণ, অধিকাংশ মানুষই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।’
কার্তিক কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর কোচদের প্রতি, ‘কোচ অভিষেক নায়ারের পরামর্শে খেলায় পরিবর্তন এনেছি। যা আমাকে নিলামের সময়ও সুবিধা দিয়েছিল। আমার এই পারফরম্যান্সের জন্য বেঙ্গালুরুর কোচ সঞ্জয় বাঙ্গার এবং ক্রিকেট সংক্রান্ত বিষয়ের নির্দেশক মাইক হেসনেরও কৃতিত্ব প্রাপ্য। ওঁরা আমাকে নিজের খেলা খেলতে দিয়েছেন। আমি শুধু দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি খুব খুশি।’
কার্তিক ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নির্বাচক, প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকেও। তাঁর ভাবনায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাও জানিয়েছেন। খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কার্তিকের। তার সমসাময়িক মাহেন্দ সিং ধোনীর কারণে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবু হাল ছাড়েননি তিনি। খেলার ধরণে পরিবর্তন আনলেও জাতীয় দলে ফেরার ক্ষুধাটা ছিল। কিছুদিন আগে জানিয়েছিলেন, ভারতীয় দলে ফিরতে নিজের খেলায় পরিবর্তন এনেছেন। এবারের আইপিএলে যেটির ঝলক দেখিয়েছেন। ১৪ ম্যাচে ৫৭ গড়ে করেছেন ২৮৭ রান। যেখানে গড় ছিল ৫৭.৪০ ও স্ট্রাইক রেট ১৯১। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার ওপরে থাকা বাকি ব্যাটারদের মধ্যে কার্তিকের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। আর গড় দ্বিতীয় সর্বোচ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক। আইপিএলে তাঁর দুর্দান্ত ফর্মই জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলে ছিলেন কার্তিক।
৩৭ বছর বয়সে জাতীয় দলে ফিরতে পেরে কার্তিক দারুণ উচ্ছ্বসিত। দলে সুযোগ পেয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তা হলে সব কিছুই পেতে পারেন।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জন্য সন্তুষ্টির। এটাই সম্ভবত আমার সব থেকে স্মরণীয় ফিরে আসা। কারণ, অধিকাংশ মানুষই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।’
কার্তিক কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর কোচদের প্রতি, ‘কোচ অভিষেক নায়ারের পরামর্শে খেলায় পরিবর্তন এনেছি। যা আমাকে নিলামের সময়ও সুবিধা দিয়েছিল। আমার এই পারফরম্যান্সের জন্য বেঙ্গালুরুর কোচ সঞ্জয় বাঙ্গার এবং ক্রিকেট সংক্রান্ত বিষয়ের নির্দেশক মাইক হেসনেরও কৃতিত্ব প্রাপ্য। ওঁরা আমাকে নিজের খেলা খেলতে দিয়েছেন। আমি শুধু দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি খুব খুশি।’
কার্তিক ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নির্বাচক, প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকেও। তাঁর ভাবনায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাও জানিয়েছেন। খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কার্তিকের। তার সমসাময়িক মাহেন্দ সিং ধোনীর কারণে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবু হাল ছাড়েননি তিনি। খেলার ধরণে পরিবর্তন আনলেও জাতীয় দলে ফেরার ক্ষুধাটা ছিল। কিছুদিন আগে জানিয়েছিলেন, ভারতীয় দলে ফিরতে নিজের খেলায় পরিবর্তন এনেছেন। এবারের আইপিএলে যেটির ঝলক দেখিয়েছেন। ১৪ ম্যাচে ৫৭ গড়ে করেছেন ২৮৭ রান। যেখানে গড় ছিল ৫৭.৪০ ও স্ট্রাইক রেট ১৯১। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার ওপরে থাকা বাকি ব্যাটারদের মধ্যে কার্তিকের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। আর গড় দ্বিতীয় সর্বোচ্চ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫