নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। আজ সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি–শুটিংয়ের কাজে।
আজ সকালে হেলিকপ্টারে বরিশালে গিয়ে সাকিব যোগ দেন একটি হাসপাতালের বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে। সেখানে গিয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।
ওষুধ বিতরণ ও রক্তদানের মতো কর্মসূচির প্রশংসা করে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এ রকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’
বরিশাল থেকে ফিরে রাজধানীর বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব। শুটিংয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজের ব্যস্ততা নিয়ে। খেলার ব্যস্ততা তো আছেই। মাসে দূতিয়ালি, বিজ্ঞাপন কেমন করা হয় তাঁর? এ নিয়ে সাকিবের উত্তর, ‘টানা অনেক শুটিংই করেছি। ১২-১৫টা শুটিং করার অভিজ্ঞতা তো আছেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। আসলে অত বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করার পথ তো বের করাই লাগে। সময় ধরে ধরে আসলে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকে। তবে ভালোই লাগে ব্যস্ততা।’
আপাতত পাঁচ দিন বাংলাদেশে আছেন সাকিব। আগামী রোববার এশিয়া কাপ খেলতে তাঁর দলের সঙ্গে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কায়।
কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। আজ সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি–শুটিংয়ের কাজে।
আজ সকালে হেলিকপ্টারে বরিশালে গিয়ে সাকিব যোগ দেন একটি হাসপাতালের বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে। সেখানে গিয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।
ওষুধ বিতরণ ও রক্তদানের মতো কর্মসূচির প্রশংসা করে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এ রকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’
বরিশাল থেকে ফিরে রাজধানীর বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব। শুটিংয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজের ব্যস্ততা নিয়ে। খেলার ব্যস্ততা তো আছেই। মাসে দূতিয়ালি, বিজ্ঞাপন কেমন করা হয় তাঁর? এ নিয়ে সাকিবের উত্তর, ‘টানা অনেক শুটিংই করেছি। ১২-১৫টা শুটিং করার অভিজ্ঞতা তো আছেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। আসলে অত বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করার পথ তো বের করাই লাগে। সময় ধরে ধরে আসলে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকে। তবে ভালোই লাগে ব্যস্ততা।’
আপাতত পাঁচ দিন বাংলাদেশে আছেন সাকিব। আগামী রোববার এশিয়া কাপ খেলতে তাঁর দলের সঙ্গে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫