শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে নিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা। দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেও জিতে নিয়েছে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। রহমান গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানরা।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান ও নাঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ১৩৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন রশিদ। নিজের ২৬তম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করা যেত আফগান অলরাউন্ডারের। ম্যাচ-সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান। গুরবাজ ও রিয়াজ হাসান যোগ করেন ১৭.৩ ওভারে ৮৮ রান। ২৯ রানে ফেরেন রিয়াজ। ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রান করেছেন গুরবাজ। ৪২ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি এটি আফগান ওপেনারের।
৬৬ বলে ৫০ রান এসেছে রহমাত শাহর ব্যাট থেকে। ৫০ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে টেম্বা বাভুমা ও টনি ডে জর্জি ১৪ ওভারে তোলেন ৭৩ রান। বাভুমাকে (৩৮) রানে ফিরিয়ে আফগানিস্তানকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন ওমরজাই।
তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং। ৬১ রানে বাকি ৯ উইকেট হারায় তারা। শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রশিদের ৫ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারোট নিয়েছেন ৪টি উইকেট।
শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে নিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা। দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেও জিতে নিয়েছে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। রহমান গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানরা।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান ও নাঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ১৩৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন রশিদ। নিজের ২৬তম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করা যেত আফগান অলরাউন্ডারের। ম্যাচ-সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান। গুরবাজ ও রিয়াজ হাসান যোগ করেন ১৭.৩ ওভারে ৮৮ রান। ২৯ রানে ফেরেন রিয়াজ। ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রান করেছেন গুরবাজ। ৪২ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি এটি আফগান ওপেনারের।
৬৬ বলে ৫০ রান এসেছে রহমাত শাহর ব্যাট থেকে। ৫০ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে টেম্বা বাভুমা ও টনি ডে জর্জি ১৪ ওভারে তোলেন ৭৩ রান। বাভুমাকে (৩৮) রানে ফিরিয়ে আফগানিস্তানকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন ওমরজাই।
তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং। ৬১ রানে বাকি ৯ উইকেট হারায় তারা। শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রশিদের ৫ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারোট নিয়েছেন ৪টি উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে