পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর আগে ২০১৯ বিশ্বকাপের মতো দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন রশীদ খান। মাত্রাটা ঠিক ততটা না ছড়ালেও উত্তেজনার পারদ ছড়িয়েছে দর্শকদের মধ্যে।
গতকাল টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি অনেক দর্শক। এ নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আইসিসি। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি! মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরর চেষ্টা করে। মাঠের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেই দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর আগে ২০১৯ বিশ্বকাপের মতো দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন রশীদ খান। মাত্রাটা ঠিক ততটা না ছড়ালেও উত্তেজনার পারদ ছড়িয়েছে দর্শকদের মধ্যে।
গতকাল টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি অনেক দর্শক। এ নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আইসিসি। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি! মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরর চেষ্টা করে। মাঠের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেই দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫