বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হবে আর সব দোষ পড়বে অধিনায়কের ঘাড়ে—এই সংস্কৃতি আজকের নয়। বাবর আজম যতই বলুন না কেন নেতৃত্বে চাপ অনুভব করছেন না, তার পরও কি দুশ্চিন্তায় নেই? দুশ্চিন্তাটা হারের বৃত্তে আটকে থাকা দলকে নিয়ে যতটা, ততটা সাবেক ক্রিকেটার ও সমর্থকদের কথার ছোবল নিয়েও।
নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে যে উড়ন্ত সূচনা, সেটি পাকিস্তান ধরে রাখতে পারল কই! এরপর টানা তিন ম্যাচে হার। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এখন চোখে শর্ষে ফুল দেখছেন বাবররা। বিশ্বকাপে যাদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট ধরা হয়েছিল, সেই পাকিস্তানই রাউন্ড রবিন থেকে বাদ পড়ার শঙ্কায়।
শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে বাকি চার ম্যাচে জিততেই হবে, কামনা করতে হবে অন্যদের হারও। এমন চাপ ও সমীকরণকে সামনে রেখে আজ চেন্নাইয়ে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন বাবররা। তবে এমন ম্যাচের আগে পাকিস্তান সবকিছু যেন অদৃষ্টের ওপর ছেড়ে দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এসে এমন কথা শাদাব খানের, ‘আপনার যদি বিশ্বাস থাকে, অলৌকিক কিছু ঘটতে পারে।’ বাবরের ডেপুটি জানালেন ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও, ‘আগে যেমন খেলেছি, বিশ্বকাপে তেমনটা খেলতে পারিনি। আগামীকাল (আজ) থেকে আমাদের জয়ের ধারা শুরু করতে হবে।’
শাদাব যতই ঘুরে দাঁড়ানোর কথা বলুক, পাকিস্তানের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন হাসান আলী। নাসিম শাহর পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পান এই পেসার। কিন্তু হাসান অসুস্থ হয়ে পড়ায় খেলবেন না প্রোটিয়াদের বিপক্ষে। এই ডানহাতি পেসারের পরিবর্তে খেলতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
তবে পাকিস্তান যতই দুশ্চিন্তায় থাকুক না কেন, টেম্বা বাভুমা অবশ্য সমীহই করছেন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে। বাবররা বিপজ্জনক দল তাঁর কাছে, ‘আমরা পাকিস্তানকে বাতিলের খাতায় রাখতে পারি না। তাদের সম্মান দেখাতেই হবে।’ চোটের কারণে গত দুই ম্যাচে খেলেননি বাভুমা। তাঁর পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেন এইডেন মার্করাম। বাভুমা খেলুক বা না খেলুক, প্রোটিয়ারা আজকেও বড় ইনিংস চাইবে কুইন্টন ডি ককের কাছে। শেষ বিশ্বকাপ খেলতে এসে ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন এই উইকেটরক্ষক। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকলেও সন্তুষ্ট নন ডি কক। বললেন, ‘আমি সন্তুষ্টির চেয়ে বেশি ক্লান্ত।’
বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হবে আর সব দোষ পড়বে অধিনায়কের ঘাড়ে—এই সংস্কৃতি আজকের নয়। বাবর আজম যতই বলুন না কেন নেতৃত্বে চাপ অনুভব করছেন না, তার পরও কি দুশ্চিন্তায় নেই? দুশ্চিন্তাটা হারের বৃত্তে আটকে থাকা দলকে নিয়ে যতটা, ততটা সাবেক ক্রিকেটার ও সমর্থকদের কথার ছোবল নিয়েও।
নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে যে উড়ন্ত সূচনা, সেটি পাকিস্তান ধরে রাখতে পারল কই! এরপর টানা তিন ম্যাচে হার। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এখন চোখে শর্ষে ফুল দেখছেন বাবররা। বিশ্বকাপে যাদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট ধরা হয়েছিল, সেই পাকিস্তানই রাউন্ড রবিন থেকে বাদ পড়ার শঙ্কায়।
শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে বাকি চার ম্যাচে জিততেই হবে, কামনা করতে হবে অন্যদের হারও। এমন চাপ ও সমীকরণকে সামনে রেখে আজ চেন্নাইয়ে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন বাবররা। তবে এমন ম্যাচের আগে পাকিস্তান সবকিছু যেন অদৃষ্টের ওপর ছেড়ে দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এসে এমন কথা শাদাব খানের, ‘আপনার যদি বিশ্বাস থাকে, অলৌকিক কিছু ঘটতে পারে।’ বাবরের ডেপুটি জানালেন ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও, ‘আগে যেমন খেলেছি, বিশ্বকাপে তেমনটা খেলতে পারিনি। আগামীকাল (আজ) থেকে আমাদের জয়ের ধারা শুরু করতে হবে।’
শাদাব যতই ঘুরে দাঁড়ানোর কথা বলুক, পাকিস্তানের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন হাসান আলী। নাসিম শাহর পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পান এই পেসার। কিন্তু হাসান অসুস্থ হয়ে পড়ায় খেলবেন না প্রোটিয়াদের বিপক্ষে। এই ডানহাতি পেসারের পরিবর্তে খেলতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
তবে পাকিস্তান যতই দুশ্চিন্তায় থাকুক না কেন, টেম্বা বাভুমা অবশ্য সমীহই করছেন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে। বাবররা বিপজ্জনক দল তাঁর কাছে, ‘আমরা পাকিস্তানকে বাতিলের খাতায় রাখতে পারি না। তাদের সম্মান দেখাতেই হবে।’ চোটের কারণে গত দুই ম্যাচে খেলেননি বাভুমা। তাঁর পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেন এইডেন মার্করাম। বাভুমা খেলুক বা না খেলুক, প্রোটিয়ারা আজকেও বড় ইনিংস চাইবে কুইন্টন ডি ককের কাছে। শেষ বিশ্বকাপ খেলতে এসে ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন এই উইকেটরক্ষক। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকলেও সন্তুষ্ট নন ডি কক। বললেন, ‘আমি সন্তুষ্টির চেয়ে বেশি ক্লান্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫