দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার গত বছরের শুরুটা যেখানে হয়েছিল, এবারের শুরুটাও ঠিক সে জায়গা থেকে। গত বছরের মতো এবারও স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে এস্পানার ফাইনালে মুখোমুখি দুই চিরশত্রু। সেবার সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এল ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। আগামীকাল রাতেও একই শহরে শিরোপা লড়াইয়ে নামবে দুই দল, তবে ভিন্ন ভেন্যুতে।
আল-আওয়াল স্টেডিয়ামে রিয়াল কি পারবে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে? সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে সেটির কিছুটা হলেও আভাস দিয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সার কোচ জাভি হার্নান্দেজও জানিয়েছেন, ‘ক্ষুধার্ত’ রিয়াল এখন আরও ভালো ফর্মে আছে। তবে তাঁর দলও বেশ শক্তিশালী এবং সুপার কাপের শিরোপা ধরে রাখার সামর্থ্য রয়েছে।
গত মৌসুমে শুধু সুপার কাপই জেতেনি বার্সা, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে ঘরে তুলেছিল লা লিগা। অবশ্য এবার লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে জাভির শিষ্যরা। তবে সুপার কাপ হাতছাড়া করতে চান না বার্সা কোচ, ‘আমরা খেলায় বলে আধিপত্য রাখার চেষ্টা করব। আমরা এখানে এসেছি রিয়ালের চেয়ে কম ফর্মে থেকে। তবে বল যখন গড়ায় তখন কেউ ফেবারিট নয়।’
গত মৌসুমে প্রধান কোনো শিরোপায় জেতা হয়নি রিয়ালের। তবে শিরোপার জন্য সব সময় ক্ষুধার্ত থাকা কার্লো আনচেলত্তির শিষ্যদের মোটেও ভয় পাচ্ছেন না জাভি। আজ রিয়াদে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘মাদ্রিদ সব সময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী বার্সা। আমরা এক আদর্শ অবস্থানে আছি, যেটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।’
তবে ফাইনালের আগে দুই দলের ভাবনা চোট নিয়ে। সুপার কাপের সেমিতে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোটে পড়ে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে ডিফেন্ডার দানি কারভাহালকে নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে আনচেলত্তির। আজ অনুশীলন না করলেও সেমির নায়ক ফাইনালে ফিট হয়ে উঠবেন মনে করেন তিনি। তবে রিয়াল কোচ দুই গোলরক্ষক কেপা আরিজাবালাগা বা আন্দ্রি লুনিনের মধ্যে কাকে শুরুর একাদশে রাখবেন সেটি নিয়ে কোনো ইঙ্গিত দেননি, শুধু বলেছেন, ‘আমি কোনো ইঙ্গিত দিতে দিতে চাই না।’
সুপারকোপা জিতলে রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (১১) শিরোপা জয়ে জিনেদিন জিদানের পাশে বসবেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৯৬০-১৯৭৪ পর্যন্ত ১৪টি শিরোপা জিতে এ তালিকার শীর্ষে মিগুয়েল মুনোজ।
দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার গত বছরের শুরুটা যেখানে হয়েছিল, এবারের শুরুটাও ঠিক সে জায়গা থেকে। গত বছরের মতো এবারও স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে এস্পানার ফাইনালে মুখোমুখি দুই চিরশত্রু। সেবার সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এল ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। আগামীকাল রাতেও একই শহরে শিরোপা লড়াইয়ে নামবে দুই দল, তবে ভিন্ন ভেন্যুতে।
আল-আওয়াল স্টেডিয়ামে রিয়াল কি পারবে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে? সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে সেটির কিছুটা হলেও আভাস দিয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সার কোচ জাভি হার্নান্দেজও জানিয়েছেন, ‘ক্ষুধার্ত’ রিয়াল এখন আরও ভালো ফর্মে আছে। তবে তাঁর দলও বেশ শক্তিশালী এবং সুপার কাপের শিরোপা ধরে রাখার সামর্থ্য রয়েছে।
গত মৌসুমে শুধু সুপার কাপই জেতেনি বার্সা, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে ঘরে তুলেছিল লা লিগা। অবশ্য এবার লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে জাভির শিষ্যরা। তবে সুপার কাপ হাতছাড়া করতে চান না বার্সা কোচ, ‘আমরা খেলায় বলে আধিপত্য রাখার চেষ্টা করব। আমরা এখানে এসেছি রিয়ালের চেয়ে কম ফর্মে থেকে। তবে বল যখন গড়ায় তখন কেউ ফেবারিট নয়।’
গত মৌসুমে প্রধান কোনো শিরোপায় জেতা হয়নি রিয়ালের। তবে শিরোপার জন্য সব সময় ক্ষুধার্ত থাকা কার্লো আনচেলত্তির শিষ্যদের মোটেও ভয় পাচ্ছেন না জাভি। আজ রিয়াদে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘মাদ্রিদ সব সময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী বার্সা। আমরা এক আদর্শ অবস্থানে আছি, যেটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।’
তবে ফাইনালের আগে দুই দলের ভাবনা চোট নিয়ে। সুপার কাপের সেমিতে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোটে পড়ে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে ডিফেন্ডার দানি কারভাহালকে নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে আনচেলত্তির। আজ অনুশীলন না করলেও সেমির নায়ক ফাইনালে ফিট হয়ে উঠবেন মনে করেন তিনি। তবে রিয়াল কোচ দুই গোলরক্ষক কেপা আরিজাবালাগা বা আন্দ্রি লুনিনের মধ্যে কাকে শুরুর একাদশে রাখবেন সেটি নিয়ে কোনো ইঙ্গিত দেননি, শুধু বলেছেন, ‘আমি কোনো ইঙ্গিত দিতে দিতে চাই না।’
সুপারকোপা জিতলে রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (১১) শিরোপা জয়ে জিনেদিন জিদানের পাশে বসবেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৯৬০-১৯৭৪ পর্যন্ত ১৪টি শিরোপা জিতে এ তালিকার শীর্ষে মিগুয়েল মুনোজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫