মরুর দেশে প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে মহা মর্যাদার অ্যাশেজ। সব মিলিয়ে পাঁচ মাস পরিবার থেকে দূরে থাকতে হবে ইংল্যান্ড দলকে। সঙ্গে কোয়ারেন্টিনের ধকল তো আছেই।
ব্যাপারটিকে অস্বস্তিকর মনে হচ্ছে ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলারের। তাই পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না দিলে অ্যাশেজ না খেলার ‘হুমকি’ দিয়ে রাখলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে ৩১ বছর বয়সী বাটলার বলেছেন, ‘অবশ্যই এটা (স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখা) আমার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে মাঠে নামি, তাহলে পাঁচ মাস পরিবারকে দেখতে পারব না। এত দিন ওদের ছেড়ে থাকা স্বস্তির ব্যাপার নয়। এটা পারব না।’
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাটলার। যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা উইকেটরক্ষক-ব্যাটারের। তবে তাঁর অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়।
টেস্ট আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা সিরিজটির জন্য করোনাবিধির তালিকা এখনো ইংলিশ ক্রিকেটারদের হাতে এসে পৌঁছায়নি। প্রোটোকল জানার পরেই অ্যাশেজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাটলার।
এ ব্যাপারে তাঁর ভাষ্য, ‘আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে সব জানতে পারব। যত দ্রুত বিষয়গুলো স্পষ্ট করা হবে, তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।’
বাটলার যে স্ত্রী-সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতির অপেক্ষাতেই আছেন, তা আর না বললেও চলে।
মরুর দেশে প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে মহা মর্যাদার অ্যাশেজ। সব মিলিয়ে পাঁচ মাস পরিবার থেকে দূরে থাকতে হবে ইংল্যান্ড দলকে। সঙ্গে কোয়ারেন্টিনের ধকল তো আছেই।
ব্যাপারটিকে অস্বস্তিকর মনে হচ্ছে ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলারের। তাই পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না দিলে অ্যাশেজ না খেলার ‘হুমকি’ দিয়ে রাখলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে ৩১ বছর বয়সী বাটলার বলেছেন, ‘অবশ্যই এটা (স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখা) আমার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে মাঠে নামি, তাহলে পাঁচ মাস পরিবারকে দেখতে পারব না। এত দিন ওদের ছেড়ে থাকা স্বস্তির ব্যাপার নয়। এটা পারব না।’
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাটলার। যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা উইকেটরক্ষক-ব্যাটারের। তবে তাঁর অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়।
টেস্ট আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা সিরিজটির জন্য করোনাবিধির তালিকা এখনো ইংলিশ ক্রিকেটারদের হাতে এসে পৌঁছায়নি। প্রোটোকল জানার পরেই অ্যাশেজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাটলার।
এ ব্যাপারে তাঁর ভাষ্য, ‘আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে সব জানতে পারব। যত দ্রুত বিষয়গুলো স্পষ্ট করা হবে, তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।’
বাটলার যে স্ত্রী-সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতির অপেক্ষাতেই আছেন, তা আর না বললেও চলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫