নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে