রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫