অর্থের ঝনঝনানি, রানের বন্যা—আইপিএলকে ‘পাখির চোখ’ করেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। হাউজফুল স্টেডিয়ামে একের পর এক ছক্কা গ্যালারিতে যখন আছড়ে পড়ে, তখন শোনা যায় দর্শকদের গর্জন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ছক্কার রেকর্ডও আজ প্রায় ভাঙতে বসেছিল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ বাংলাদেশ সময় ভোরে রীতিমতো হয়েছে ছক্কাবৃষ্টি। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়রর্স ম্যাচে রান হয়েছে ৪৯২। যেখানে বাউন্ডারি থেকেই এসেছে ৩৬০ রান। ছক্কা হয়েছে ৪২টি। যা ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।কলকাতার ইডেন গার্ডেনসে এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস ম্যাচে হয়েছে ৪২ ছক্কা।
ওয়ার্নার পার্কে আজ টস জিতে গায়ানা অধিনায়ক ইমরান তাহির যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই যথার্থ বলে ম্যাচ শেষে প্রমাণিত হয়েছে। তিনি ব্যাটিং করতে না পারলেও সতীর্থরা তান্ডব চালিয়েছেন সেন্ট কিটস এন্ড নেভিসের বোলারদের ওপর দিয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ২৬৬ রান করেছে গায়ানা। ইনিংসে হয়েছে ২৩ ছক্কা। যার মধ্যে শিমরন হেটমেয়ার ও রহমানউল্লাহ গুরবাজ মেরেছেন ১১ ও ৬ ছক্কা। ছক্কাবৃষ্টির ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরিটা হলো না হেটমেয়ারের। ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার ৩৯ বলে করেছেন ৯১ রান। কোনো চার নেই তাঁর ইনিংসে। ওপেনার গুরবাজ করেছেন ৩৭ বলে ৬৯ রান।
ছক্কাবৃষ্টির ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস হেরে গেছে ৪০ রানে। ১৮ ওভারে দলটি অলআউট হয়েছে ২২৬ রানে। ৪২ ছক্কার পাশাপাশি ম্যাচে চার হয়েছে ২৭টি। সেন্ট কিটস এন্ড নেভিস মেরেছে ১৯ ছক্কা। তাদের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার পাল্টা আক্রমণ করেছেন গায়ানার বোলারদের। ৩৩ বলে ৪ চার ও ৯ ছক্কায় ৮১ রান করেন তিনি। ম্যাচসেরা হয়েছেন ঝড় তোলা হেটমেয়ার।
২০২৪ সালটা যে টি-টোয়েন্টিতে ছক্কার বছর, সেটাই নতুন করে আবার মনে করাল আজকের সিপিএল ম্যাচ। ছক্কার রেকর্ডে সেরা ছয়ের মধ্যে প্রথম চারটিই এ বছরের। এই তালিকায় তিন ও চারে থাকা ম্যাচ দুটিতে হয়েছে ৩৮টি করে ছক্কা। এই দুটি ঘটেছে ২০২৪ আইপিএলে। দুই ম্যাচেই জড়িয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদের নাম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
ছক্কা ম্যাচ সাল
৪২ কলকাতা-পাঞ্জাব ২০২৪
৪২ সেন্ট কিটস এন্ড নেভিস-গায়ানা ২০২৪
৩৮ হায়দরাবাদ-মুম্বাই ২০২৪
৩৮ বেঙ্গালুরু-হায়দরাবাদ ২০২৪
৩৭ বালখ-কাবুল ২০১৮
৩৭ সেন্ট কিটস এন্ড নেভিস-জ্যামাইকা ২০১৯
*৫ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত
অর্থের ঝনঝনানি, রানের বন্যা—আইপিএলকে ‘পাখির চোখ’ করেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। হাউজফুল স্টেডিয়ামে একের পর এক ছক্কা গ্যালারিতে যখন আছড়ে পড়ে, তখন শোনা যায় দর্শকদের গর্জন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ছক্কার রেকর্ডও আজ প্রায় ভাঙতে বসেছিল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ বাংলাদেশ সময় ভোরে রীতিমতো হয়েছে ছক্কাবৃষ্টি। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়রর্স ম্যাচে রান হয়েছে ৪৯২। যেখানে বাউন্ডারি থেকেই এসেছে ৩৬০ রান। ছক্কা হয়েছে ৪২টি। যা ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।কলকাতার ইডেন গার্ডেনসে এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস ম্যাচে হয়েছে ৪২ ছক্কা।
ওয়ার্নার পার্কে আজ টস জিতে গায়ানা অধিনায়ক ইমরান তাহির যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই যথার্থ বলে ম্যাচ শেষে প্রমাণিত হয়েছে। তিনি ব্যাটিং করতে না পারলেও সতীর্থরা তান্ডব চালিয়েছেন সেন্ট কিটস এন্ড নেভিসের বোলারদের ওপর দিয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ২৬৬ রান করেছে গায়ানা। ইনিংসে হয়েছে ২৩ ছক্কা। যার মধ্যে শিমরন হেটমেয়ার ও রহমানউল্লাহ গুরবাজ মেরেছেন ১১ ও ৬ ছক্কা। ছক্কাবৃষ্টির ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরিটা হলো না হেটমেয়ারের। ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার ৩৯ বলে করেছেন ৯১ রান। কোনো চার নেই তাঁর ইনিংসে। ওপেনার গুরবাজ করেছেন ৩৭ বলে ৬৯ রান।
ছক্কাবৃষ্টির ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস হেরে গেছে ৪০ রানে। ১৮ ওভারে দলটি অলআউট হয়েছে ২২৬ রানে। ৪২ ছক্কার পাশাপাশি ম্যাচে চার হয়েছে ২৭টি। সেন্ট কিটস এন্ড নেভিস মেরেছে ১৯ ছক্কা। তাদের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার পাল্টা আক্রমণ করেছেন গায়ানার বোলারদের। ৩৩ বলে ৪ চার ও ৯ ছক্কায় ৮১ রান করেন তিনি। ম্যাচসেরা হয়েছেন ঝড় তোলা হেটমেয়ার।
২০২৪ সালটা যে টি-টোয়েন্টিতে ছক্কার বছর, সেটাই নতুন করে আবার মনে করাল আজকের সিপিএল ম্যাচ। ছক্কার রেকর্ডে সেরা ছয়ের মধ্যে প্রথম চারটিই এ বছরের। এই তালিকায় তিন ও চারে থাকা ম্যাচ দুটিতে হয়েছে ৩৮টি করে ছক্কা। এই দুটি ঘটেছে ২০২৪ আইপিএলে। দুই ম্যাচেই জড়িয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদের নাম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
ছক্কা ম্যাচ সাল
৪২ কলকাতা-পাঞ্জাব ২০২৪
৪২ সেন্ট কিটস এন্ড নেভিস-গায়ানা ২০২৪
৩৮ হায়দরাবাদ-মুম্বাই ২০২৪
৩৮ বেঙ্গালুরু-হায়দরাবাদ ২০২৪
৩৭ বালখ-কাবুল ২০১৮
৩৭ সেন্ট কিটস এন্ড নেভিস-জ্যামাইকা ২০১৯
*৫ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫